আপনজন ডেস্ক: দীর্ঘ সাত বছর পর ফের আই লিগে খেলার সুযোগ পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ২০২০-র আই লিগ কোয়ালিফায়ারসে ভবানীপুর এফসিকে ২ গোলে হারিয়ে আইলিগে পৌঁছে গের মহামেডান স্পোর্টিং ক্লাব।
মহামেযানের হয়ে জয়সূচক গোল দুটি করেন ভানলালবিয়া ছাংটে এবং গণি আহমেদ নিজাম। ভানলালবিয়া ছাংটে খেলার ২৮ মিনিটের মাথায় গোল করেন। আর গণি আহমেদ নিজাম ৬৭ মিনিটের মাথায় গোলের ব্যবধান বাড়ান।
ল্লেখ্য, ২০১৩-১৪ সালে শেষবারের মতো মহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগে খেলেছিল। ১৩১ বছরের ঐতিহ্যময় মহামেডান ক্লাব ফের আই লিগে খেলার সুযোগ করে নিল।
ম্যাচ শেষে মহামেডানের সহকারী কোচ শাহিদ রমন বলেছেন, হিরো আইলিগে কোয়ালিফা্ই করায় দারুণ অনুভূতি লাগছে। এখন অনেক দূর বাকি। তবে এই কোয়ালিফাই ক্লাব ও সমর্থকদের জন্য খুবই ভালো ব্যাপার।
তবে, মহামেডান ভবানীপুর এফসিকে হারিয়ে আইলিগে পৌঁছে গেলেও এখনও ১৯ অক্টোবর আরও একটা ম্যাচ খেলতে হবে। নিয়মরক্ষার ওই ম্যাচে মহামেডান মুখোমুখি হবে বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে। খেলাটি হবে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে।
JUMMAAA MUBARAK
আরও পড়ুন:
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct