আপনজন ডেস্ক: ক্ষুধামুক্তির লড়াইয়ে প্রতিবেশী কয়েকটি দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। শুক্রবার প্রকাশিত ২০২০ সালের ‘বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (জিএইচআই)’ ১০৭টি দেশের মধ্যে ভারতের স্থান ৯৪। সুদানের সঙ্গে একই অবস্থানে রয়েছে। সেই তুলনায় বাংলাদেশের ক্ষুধা সূচক ভারতকে টপকে গেছে। বাংলাদেশের স্থান ৭৫। তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল আর শ্রীলঙ্কার অবস্থান বেশ ভাল।
ক্ষুধার সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলংকা। শ্রীলংকার অবস্থান ৬৪ নম্বরে। আর নেপাল আছে ৭৩ নম্বরে। এছাড়া চিনের অবস্থান চারে। কিন্তু পাকিস্তানের অবস্থান ৮৮।
ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউটের শুক্রবার প্রকাশিত চলতি বছরের ‘বিশ্ব ক্ষুধা সূচকে’ এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের ‘বিশ্ব ক্ষুধা সূচকে’ সবচেয়ে ভালো অবস্থানে আছে ইউরোপের দেশ বেলারুশ। আর তালিকার সবশেষ দেশটি হচ্ছে আফ্রিকার চাদ।
যে চারটি মাপকাঠিতে ‘বিশ্ব ক্ষুধা সূচক’ তৈরি করা হয় সেগুলো হচ্ছে- অপুষ্টির হার, ৫ বছরের কম বয়সীদের মধ্যে উচ্চতার তুলনায় কম ওজনের শিশুর হার, ৫ বছরের কম বয়সীদের মধ্যে কম উচ্চতার শিশুর হার, ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার। ভারত অবশ্য এই চারটি মাপকাঠিতেই গতবারের তুলনায় এগিয়েছে। কিন্তু বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct