আপনজন ডেস্ক: ধর্ষণ, ব্যভিচার বন্ধের দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট ও কাকরাইলে বাংলাদেশের ইসলামী দলগুলো বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণ বন্ধের আইন আছে কিন্তু ধর্ষণ বন্ধ হয়নি।তাই দাবি তোলেন, ধর্ষণ-ব্যভিচার বন্ধ করতে ইসলামী আইন প্রণয়ন করতে হবে।
শর্ষণে অপরাধীকে ইসলামি আইনে বিচার করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমমনা ইসলামী দলসমূহ বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল পূর্ব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশে আইন থাকলেও আইনের বাস্তবায়ন নেই। তাই শুধু আইন পাশ নয়, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করে আইনের প্রয়োগ করতে হবে। তিনি বলেন, শুধু ধর্ষণের মৃত্যুদণ্ড নয়, ব্যভিচার রোধেও আইনের প্রয়োগ প্রয়োজন।
তিনি বলেন, ধর্ষণের আইন বিশ্বের বিভিন্ন দেশে আছে, কিন্তু ধর্ষণ বন্ধ হচ্ছে না। তিনি বলেন, কী জন্য ধর্ষণ বাড়ছে তা’ উদঘাটন করতে হবে। দেশে অশ্লীলতা, বেহায়াপনা, অশ্লীল সিনেমা, হিন্দি ফিল্ম চালু রেখে ধর্ষণ বন্ধ করা যাবে না। নারীদের অর্ধনগ্ন পোশাকের কারণেও ধর্ষণের ঘটনা বাড়ছে। বাঘের মুখে ঠেলে দিয়ে হিংস্রর থাবা থেকে বাচা যাবে না।
৬ দফা দাবিতে গণমিছিল শেষে কাকরাই মোড়ে বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ধর্ষণ নির্যাতন বন্ধে শুধু আইন করলেই হবে না আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct