আপনজন ডেস্ক: গত লোকসভা নির্বাচনের সময় দেখা গিয়েছিল মালদার হাবিবপুরের আদিবাসী অধ্যুষিত এলাকায় বিজেপির ব্যাপক প্রভাব। হাবিবপুর ব্লককে তাই অনেকে বিজেপির গড় বলেও অভিহিত করেছেন। সেই বিজেপির গড়ে এবার থাবা বসাল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার হবিবপুরে ব্লকের কেন্দপুকুর হাইস্কুলে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেই কর্মীসভা আদতে বিজেপি কংগ্রেস সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে পরিণত হয়। মালদা জেলা তৃণমূলের দাবি তৃণমূলের কর্মীসভায় বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে প্রায় ২০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন। একদিনে এতজনের তৃণমূলে যোগদানের ফলে বিজেপির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা আদৌ তারা আগামী বিধানসভা ভোটে লোকসভার মতো ভোট ধরে রাখতে পারবে কিনা।
এদিনের কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূলের কার্যকরী সভাপতি কোঅর্ডিনেটর বাবলা সরকার, হবিবপুর ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র, স্থানীয় আদিবাসী তৃণমূল নেতা অমর কিসকু, হরিহর মাহাতো, তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু প্রমুখ।
কেন্দপুকুর হাইস্কুল মাঠে তৃনমূলের এই কর্মীসভায় আদিবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই সভায় তৃণমূলের কো-অর্ডিনেটর তথা দলের কার্যকরী সভাপতি বাবলা সরকার বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ারে এখন হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির কোনো মাটি নেই।
হবিবপুর ব্লক আদিবাসী নেতা অমল কিসকু বলেন, বিরোধীরা আর আদিবাসীদের ভুল বোঝাতে পারবে না। কারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখে সেই উন্নয়নের জোয়ারে আদিবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তাই এদিনের তৃণমূলের কর্মী সভায় আদিবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct