আপনজন ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই গত ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবছরের নিট পরীক্ষা। এরপর যারা ওইদিন দূরবর্তী ও করোনার কারণে পরীক্ষা দিতে পারেননি তারা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা দিয়েছেন ১৪ অক্টোবর। আজ শুক্রববার নিট ২০২০-র ফল ঘোষণার অপেক্ষায়।জানা গেছে নিট পরীক্ষা হয় সরকারি এবং বেসরকারি মিলিয়ে সমস্ত বিভাগে ৮০-৯০ হাজার আসনের জন্য। এবছর পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ১৫ লাখ।
কেমন ছিল এবছরের প্রশ্নপত্রের মান? কেমনই বা হতে চলেছে ফলাফল?
রাষ্ট্রীয় শিক্ষা রতন অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষাবিদ তথা নিট বাস্কেট ইন্সটিটিউট এর ডিরেক্টর মহঃ নূর আলম জানান, পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা ছিল ১৮০টি প্রশ্ন ছিল ৪৫ টি পদার্থবিদ্যা, ৪৫টি রসায়ন এবং ৯০টি জীববিদ্যার। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পূর্ণমান ছিল ৪ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মান -১।
যদি প্রশ্নপত্রের মান নিয়ে কথা বলি তাহলে রসায়ন এর প্রশ্ন ছিল বেশ ভালো মানের। পদার্থবিদ্যার প্রশ্নও ছিল বেশ ভালো মানের এবং যুক্তিভিত্তিক এবং জীববিদ্যার প্রশ্ন ছিল মোটামুটি সহজ কিন্তু চিন্তাভিত্তিক।
জীববিদ্যার ক্ষেত্রে ৮৯% প্রশ্নই এসেছিল NCERT এর পাঠ্যবই থেকেই। পদার্থবিজ্ঞান এর প্রশ্নগুলি ছিল মূলত ফর্মুলা ভিত্তিক এবং রসায়ন এর প্রশ্ন গুলি ছিল বেশ বড় এবং কঠিন, আবার জীববিদ্যার ক্ষেত্রে ব্যাপারটা ছিল প্রায় উল্টো। প্রায় সমস্ত প্রশ্নই ছিল তথ্য এবং স্মৃতির ওপর ভিত্তি করা। মোটের ওপর প্রশ্নপত্র ছিল বেশ ভালোমানেরই। যে সমস্ত ছাত্রছাত্রী পুরোপুরি প্রস্তুতি নিয়েছিল, তারা অবশ্যই ভালো ফলাফল পাবে। কাট অফ মার্কসের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গে সরকারি কলেজের জন্য তা দাঁড়াবে মোটামুটি ৫৩৫-৫৫৫।
একটা মজার ব্যাপার হল এই যে এই মহামারী পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে বেশ কিছু ছাত্র ছাত্রী প্রস্তুতি নিয়েছিল বেশ মন দিয়েই। তাই তাদের পরীক্ষাও হয়েছে বেশ ভালো। বাকি যারা অতটাও গুরুত্ব দেয়নি প্রস্তুতি পর্বে, খুব স্বাভাবিক ভাবেই তাদের ফলাফলও হবে সাধারণ মানের। বোঝাই যাচ্ছে প্রতিটি আসনের জন্য লড়াইটা বেশ ভালো রকমেরই জমে যাবে এবার, যদিও কাট অফ মার্কসের মোট ১৫-২০%ই থাকবে যারা ভালোরকম প্রস্তুতি নিয়েছিল তাদের ঝুলিতেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct