আপনজন ডেস্ক: সাসার দেশে লকডাউন ঘোষণার পর পরিযায়ী শ্রমিকদের যে করুণ পরিস্থিতি হয়েছিল তাকে স্মরণ করে কলকাতার এক পূজা মণ্ডপের দুর্গা প্রতিমায় স্থান দেওয়া হল। সন্তান কোলে কিলোমিটারের পর কিলোমিটারহেঁটে চলেছেন মায়েরা এমন দৃশ্য দেকা গিয়েছিল পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সময়। সেই চিত্রই যেন ফুটিয়ে তোলা হয়েছে বড়িশার এক পুজো মণ্ডপে।
বেহালার বড়িশা ক্লাবের পূজা মণ্ডপে এবার দুর্গা রূপে দেখা যাবে সন্তান কোলে এক মাকে। আদতে যাকে ফুটিয়ে তোলা হয়েছে একজন পরিযায়ী শ্রমিক হিসেবে। শুধু দুর্গা নয়, তার সঙ্গে থাকা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী- প্রতিটি মূর্তিই একই আদলে গড়ে তোলা হচ্ছে।
বড়িশা ক্লাবের এবারের দুর্গা প্রতীমা এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে থাকবে বিবর্ণ শাড়ি পরা এক মা, তার কোলে খালি গায়ের এক ছেলে। মায়ের পেছনে তার দুই মেয়ে। চতুর্থ সন্তানকেও দেখা যাবে প্রতীমাতে। চার সন্তানসহ মা হাঁটছেন ত্রাণের খোঁজে। সন্তানদের জন্য ত্রাণ খুঁজছেন এই মা।
বড়িশা ক্লাবের এবারের পূজার প্রতিপাদ্য ‘ত্রাণ’। পরিযায়ী শ্রমিক পরিবারের একজন মা তার সন্তানদের নিয়ে ত্রাণের খোঁজ করছেন, সেই ভাবনাই এবার ফুটিয়ে তোলার চেষ্টা করছে বড়িশা ক্লাব। শিল্পী রিন্টু দাস দুর্গার মূর্তিকে একজন মায়ের রূপ দিয়ে সূর্যের তেজ, খিদে এবং যাবতীয় কষ্টকে জয় করেই তার সন্তানদের জন্য খাবার, জল ও ত্রাণ খোঁজার চেষ্টার করছেন।
বড়িশা ক্লাবের এবারের প্রতিমায় কোনও অস্ত্র থাকবে না, নেই কোনও অসুর। এক হাতে সন্তান কার্তিক, অন্য হাতে খালি একটি ব্যাগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct