আপনজন ডেস্ক: কম আয় করা, নিম্ন স্তরের পড়াশোনা করা ও অবিবাহিত পুরুষরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন।তাদেরই কোভিড -১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার উচ্চতর ঝুঁকি দেখছেন গবেষকরা। সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন লেখক সোভেন ড্রেফাহল বলেন, 'আমরা দেখাতে পারি যে কোভিড -১৯ সম্পর্কিত বিতর্ক এবং সংবাদগুলিতে বিভিন্ন পৃথক ঝুঁকিপূর্ণ কারণের স্বতন্ত্র প্রভাব রয়েছে।' এই গবেষণাটি সুইডেনে ২০ বছর বা তার বেশি বয়সীদের পর্যবেক্ষণ করে যে তথ্য উঠে এসেছে এবং সুইডিশ জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ বোর্ডের তথ্যের ভিত্তিতে করা হয়েছে সমীক্ষা। নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এক গবেষণায় ড্রেফাহল ব্যাখ্যা করেছেন যে, আয় এবং পড়াশোনার দৌড় কম পুরুষদের করোনা দেখা দিচ্ছে। একজন পুরুষের স্বল্প আয় এবং নিম্ন স্তরের শিক্ষার ফলে কোভিড -১৯ থেকে মারা যাওয়ার ঝুঁকিপূর্ণ কারণও রয়েছে।
সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে, কোভিড -১৯ থেকে মহিলাদের তুলনায় পুরুষদের মারা যাওয়ার ঝুঁকি দ্বিগুণ। অবিবাহিত পুরুষ ও মহিলা যারা বিবাহিত নয় তাদের মধ্যে বিধবা / বিবাহবিচ্ছেদের মধ্যে কোভিড -১৯ থেকে মারা যাওয়ার ঝুঁকি ১.৫-২ গুণ বেশি। কারণ, বেশকিছু ক্ষেত্রে এদের জীবনযাত্রা এলোমেলো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct