আপনজন ডেস্ক: করোনার ত্রাসে গোটা দেশ। নেই জাত-পাত, ধর্ম বর্ণের বিদ্বেষ। করোনা যে কোনো মুহূর্তেই গ্রাস করছে সকলকেই। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবং পরিচালক রাজ চক্রবর্তী থেকে বহু বলিউড অভিনেতা অভিনেত্রীর করোনাক্রান্তের খবর মিলেছে। কাজেই অস্বস্তিকর পরিবেশ গোটা বিনোদন জগতে।
এর মধ্যেই গত ৫ই অক্টোবর কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনাক্রান্তের খবর মিলতেই ভয় কাজ করতে থাকে তাঁর অনুগামীদের মধ্যে। একরাশ শুভেচ্ছা ও প্রার্থনার মাঝেই মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসেন তিনি।
ইতিমধ্যেই হাসপাতাল সূত্রে খবর মিলেছে, ৮৫ বছর বয়সী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বুধবার দ্বিতীয় বার কোভিড টেস্ট করা হতেই রিপোর্ট নেগেটিভ আসে। তবে চিন্তার বিষয় এখনও অবদি পুরোপুরি সুস্থ নন তিনি। তার উপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রোস্টেট ক্যানসার মাথাচাড়া দিয়ে উঠেছে হঠাৎই, যা স্বাভাবিক ভাবেই ফুসফুস, মস্তিষ্ক ও মূত্রথলিতেও ছড়িয়ে পড়েছে। যার ফলে চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে।
উল্লেখ্য, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গত ৬ই অক্টোবর বেলেভিউ হাসপাতালে ভর্তি হন করোনা সংক্রামিত হয়ে। প্রথম দিকে অভিনেতার অবস্থা স্বাভাবিক থাকলেও শুক্রবার থেকে অবস্থার অবনতি হয়। শনিবার ও রবিবার তাঁকে প্লাজমা থেরাপিও করা হয়। তাতেই অভিনেতার শরীর ভালো সাড়া দেয়।
হাসপাতালের বুলেটিন অনুযায়ী খবর, এই মুহূর্তে অভিনেতার চিকিৎসার জন্য ১৬ জন চিকিৎসককে নিয়ে ক্রিটিক্যাল কেয়ার টিম তৈরি হয়েছে। যারা সর্বক্ষন বর্ষীয়ান অভিনেতার প্রতি মুহূর্তে মনিটরিং করছেন।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু জানান, "আমার বাবা আজ আরও একটু ভালো আছেন, কালকের তুলনায় আজ ১% উন্নতি হয়েছে শারীরিক পরিস্থিতির। আজও আরও কিছু পরীক্ষা করা হয়েছে, আগামিকাল সেগুলির রিপোর্ট হাতে পাব হয়ত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রার্থনা ও ভালোবাসার জন্য।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct