আপনজন ডেস্ক: সেপ্টেম্বর মাসেই কার্যত দুর্গোৎসব নিয়ে নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। হবে না কার্নিভ্যাল, মাস্ক ছাড়া মিলবেও না প্রতিমা দর্শনের সুবিধা এমনকি দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এ বিষয়েই নারাজ অনেকেই, এই পরিস্থিতিতে জাঁকজমক করে পুজো করার বিপক্ষে অনেকেই। তার উপর এত টাকা পুজোর জন্য অনুদান তা মানতেই সমস্যা হচ্ছে অনেকেরই।
আর সেই মতোন রাজ্য সরকারের এই অনুদানের মতকে চ্যালেঞ্জ জানিয়েই গত শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল।
আর সেই মামলার শুনানিতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, "দুর্গাপুজো নিয়ে আমরা গর্বিত। কিন্তু একইসঙ্গে আদালতের প্রশ্ন, তাই বলে কি যেভাবে ইচ্ছা টাকা দেওয়া যায়? গণতান্ত্রিক ব্যবস্থায় কি এই ভেদাভেদ করা যায়?"
অন্যদিকে রাজ্য সরকারের কাছে আদালতের প্রশ্ন, "সংক্রমণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সেখানে পুজোর অনুমতি কীভাবে দিলেন? কী কী সুরক্ষা বিধি মেনে চলছেন আপনারা? ভিড় নিয়ন্ত্রণের ব্লু-প্রিন্ট কী?"
এমনকি দুর্গাপুজোর ক্লাবগুলিকে দেওয়া অনুদান নিয়ে প্রশ্ন আদালতের। "অনুদান কি শুধু দুর্গাপুজোতেই দেয় সরকার? না কি অন্য উৎসবেও দেওয়া হয় ? ঈদেও কি দেওয়া হয়েছিল? সব কাজ পুলিশ করলে ক্লাবকে টাকা দেওয়ার যুক্তি কী?" এই প্রশ্নও আদালতের।
আদালত আরও যোগ করে বলে, ‘সরকার বলছে টাকা দেওয়া হচ্ছে মাস্ক-স্যানেটাইজারের জন্য। সরকার তো নিজেই কিনে দিতে পারত।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct