আপনজন ডেস্ক: করোনা ভাইরাসের ফলে স্তব্ধ মানব জীবন। প্রতিনিয়ত সুস্থ হওয়ার সংখ্যা বাড়লেও সংক্রমনের সংখ্যা ভাবিয়ে তুলছে।অনেক বিশেষজ্ঞের মতে, এ বছর শীতের সময় করোনা সংক্রমণ বাড়তে পারে।তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক,শীতে কোভিড সংক্রমণের হার বাড়লে যাতে জোগানে টান না পড়ে, সে কথা চিন্তা করে বিদেশ থেকে তরল অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নিল।বুধবার সেই উদ্দেশে স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক লাখ মেট্রিক টন তরল অক্সিজেন কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা এইচএলএল লাইফকেয়ার লিমিটেড।
বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারি হাসপাতালের চাহিদা পূর্ণ করতে প্রতিদিন তরল অক্সিজেন প্রয়োজন। বিদেশ থেকে তরল অক্সিজেন আমদানি ও সরবরাহে আনুমানিক ৬০০-৭০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।মঙ্গলবার পর্যন্ত দেশের কোভিড আক্রান্তদের মধ্যে প্রায় ৩.৯৭% রয়েছেন অক্সিজেন সাপোর্টে, ২.৪৬% রয়েছেন আইসিইউ বিভাগে অক্সিজেন সাপোর্টে এবং ০.৪০% ভরতি রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে।
লকডাউন আরোপ হওয়ার আগে গত মার্চ মাসের গোড়ায় ভারত প্রতিদিন ৬,৪০০ মেট্রিক টন তরল অক্সিজেন উৎপাদনে সক্ষম ছিল। এর মধ্যে ১,০০০ মেট্রিক টন স্বাস্থ্য পরিষেবায় ব্যবহার করা হলেও বাকিটা অক্সিজেন শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়।
কেন্দ্রীয় সরকার এবছর এক মাসের অতিরিক্ত স্টক হিসাবে এক লাখ মেট্রিকটন তরল অক্সিজেন মজুদ রাখার পরিকল্পনা আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct