আপনজন ডেস্ক: হুগলীর জাঙ্গীপাড়ার মহীতোষ নন্দী মহাবিদ্যালয়ের আরবী বিভাগের উদ্যোগে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ছাত্র-প্রাক্তনী সমন্বয় পরিষদের সহযোগিতায় সোমবার এক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হল। ভারতীয় সময়ে দুপুর ২টো থেকে চারঘণ্টাব্যাপী ‘বাঙ্গালি ভুমিপুত্রদের আরবী শিক্ষণঃ প্রতিবন্ধকতা ও প্রতিবিধান’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে বাংলাভাষীদের পাশাপাশি অন্যান্য দেশ ও রাজ্য থেকে উৎসুক ছাত্রছাত্রী, গবেষক ও অধ্যাপকদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক এই ওয়েবিনারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ তাপস কুমার মুনশী। ওয়েবিনারের সূচনা হয় কুরআন পাঠের মাধ্যমে। মূলপর্বের সূচনালগ্নে আরবী সাহিত্যের বিদগ্ধ পণ্ডিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক মোহাঃ সানাউল্লাহ নাদবী তাঁর ‘কী-নোট অ্যাড্রেসে’ আরবী ভাষার জীবনমুখী প্রয়োজনীয়তা, আরবী শিক্ষার প্রতিবন্ধকতা ও সমাধানের উপর সামগ্রিক আলোকপাত করেন । নির্ধারিত বিষয়ের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু বাকর সিদ্দীক (বাংলাদেশ)। এই আন্তর্জালিক সম্মেলনে ‘গেস্ট অফ অনার’ হিসেবে আমন্ত্রিত ছিলেন ভারতে আরবী ভাষাচর্চার দুই বর্ষীয়ান পথিকৃৎ- হুগলীরই কৃতী ভুমিপুত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফারসী বিভাগের ভূতপূর্ব প্রধান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক বদিউর রহমান এবং দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যারাবিক অ্যান্ড আফ্রিকান স্টাডিজ’ এর অধ্যাপক ডঃ মুজিবুর রহমান। বিশিষ্ট আলোচক ছিলেন ডঃ মোহাঃ সাইফুল ইসলাম (মালয়েশিয়া), গবেষক মাহমুদ বিন সাঈদ (ইউকে) প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফারসী বিভাগের অধ্যাপক তথা ছাত্র-প্রাক্তনী সমন্বয় পরিষদের পৃষ্ঠপোষক অধ্যাপক মোঃ ইশারত আলী মোল্লা (প্রাক্তন বিভাগীয় প্রধান)। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মহীতোষ নন্দী মহাবিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ডঃ শেখ রুহুল আমীন ও অধ্যাপক ডঃ তাজাম্মুল হক। ভাষাশিক্ষার ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলার আরবী ভাষার ছাত্রছাত্রীদের শিখন ও শিক্ষণ সংক্রান্ত প্রতিবন্ধকতা আলোচনা ও তার প্রতিবিধান তুলে ধরাই ছিল সম্মেলনের মুখ্য আলোচ্য। এই ধরণের আলোচনা ছাত্রছাত্রী তথা আরবী ভাষা শিখনে আগ্রহীদের যে উৎসাহ প্রদান করবে, সে ব্যাপারে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডঃ মোঃ ইশারত আলী মোল্লা, অন্যতম আহ্বায়ক ডঃ রুহুল আমীন প্রমুখ। উদীয়মান ছাত্রছাত্রীরা এই ধরনের ওয়েবিনারের দ্বারা যে উপকৃত হচ্ছে তা তাদের প্রতিক্রিয়া থেকে জানা যায়। ওয়েবিনারে মহীতোষ নন্দী মহাবিদ্যালয়ের অন্যান্য বিভাগের অধ্যাপক তথা শিক্ষার্থীদের যোগদানও ছিল উৎসাহব্যঞ্জক তাদের মধ্যে অধ্যাপক লালমোহন হান্সদা, সৌরভ ব্যানার্জী, অনিন্দিতা বসু মল্লিক, বিপ্লব মণ্ডল প্রমুখ । ওয়েবিনার সফল করতে স্থানীয় প্রশাসনের উৎসাহ, মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মীদের স্বতঃস্ফূর্ত যোগদান ও সহযোগিতার জন্য আয়োজক বিভাগ তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে সমগ্র অনুষ্ঠানের নীরব কারিগর অধ্যাপক ডঃ মোঃ ইশারত আলী মোল্লা, প্রযুক্তিগত ও আয়োজনে সহযোগিতায় কলেজের আরবী বিভাগের শিক্ষক কাজী সাদ্দাম হোসেন, ওবাইদুর রহমান, কাজী মাকীন ও এদের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ছাত্র-প্রাক্তনী সমন্বয় পরিষদের ইউসুফ আলি,আবদুল ওয়াহাব, , আমিনুল ইসলাম, ওবাইদুল্লাহ মল্লিক, আতাউল্লা গাজি সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান আয়োজক বিভাগের অধ্যাপক ডঃ শেখ রুহুল আমিন।কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ছাত্র-প্রাক্তনী সমন্বয় পরিষদ ভিন্নমুখী কর্মকাণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজগুলির সাথে যুগ্মভাবে এই ধরনের যুগ উপযোগী সেমিনার আয়োজনের মধ্য দিয়ে আগামীতে আরবি ভাষা ও সংস্কৃতির ধারা আব্যহত রাখবে, এ বিষয়ে আশা প্রকাশ করেন সম্মেলনে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ ও আলোচকগন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct