আপনজন ডেস্ক: পরিবেশ সচেতনতায় এবার এগিয়ে এলেন দিল্লি রোডের কাছে বাঙ্গিহাটি মোড়ের স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে হুগলি জেলার দিল্লি রোডের ধারে বাঙ্গিহাটি মোড়, ঠিক ভূষণ স্টিলের পাশে কেউ বা কারা রোডের ধারে আবর্জনা ফেলে যায়। এভাবে আবর্জনা ফেলতে ফেলতে আশেপাশের এলাকাও ভরে যায়। যার ফলে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়।
এই পরিস্থিতিতে ওই আবর্জনাগুলোতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর ফলে তার শিখা পৌঁছে যায় পাশে থাকা বড় বড় শিরীষ গাছ, বন বাবলাগাছেও। ফলেওই গাছগুলিও আগুনে ঝলসে যায়।কিছু গাছ একেবারে আগুনে পুড়ে যায়। এর ফলে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে গাছ পুড়ে নষ্ট হচ্ছে।
কিছু মানুষের অভিযোগ প্রশাসন কিংবা সচেতন মানষ কারও ভ্রূক্ষেপ নেই। ঢিল ছোড়া দূরত্বে রাজ্যধরপুর পঞ্চায়েত। যদিও সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের তরফ থেকে এ ব্যাপারে এক অভিযান চালানো হয়। এলাকা পরিদর্শন করে সংস্থার তরফ থেকে জানানো হয় তারা শ্রীরামপুর থানা, রাজ্যধরপুর পঞ্চায়েত, হুগলি জেলার ডি এম, বনদপ্তর এবং পরিবেশ দফতরকে চিঠি করেছে।
সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সবুজ সৈনিকের দল জানায়, তারা সব সময় পরিবেশের জন্য লড়াই করতে প্রস্তুত। কিন্তু সাধারণ মানুষকেও তাদের পাশে থাকতে হবে এই লড়াইয়ে।সাধারণ মানুষকেও প্রতিবাদ করতে হবে দূষণের বিরুদ্ধে।তবেই প্রকৃতিকে বাঁচানো যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct