আপনজন ডেস্ক: লাভ জিহাদের অভিযোগে টাটা গোষ্ঠী সোনার ব্র্যানন্ড ‘তানিস্ক’ তাদের এক সসম্প্রীতিমূলক বিজ্ঞাপন প্রত্যাহার করে নিল। শুধু তাই নয়, তারা ইউ টিউব থেকেও তার ভিডিও মুছে দিয়েছে।
জানা গেছে, ‘একাত্মাম’ নামে একটা স্বল্প দৈর্ঘ্যের বিজ্ঞাপন তৈরি করে প্রচার শুরু করে ‘তানিস্ক’ ব্র্যােন্ড। এই ৪৫ সেকেন্ডের এই বিজ্ঞাপনে দেখানে হয়েছিল একজন মুসলিম শাশুড়ি সন্তান সম্ভবা হিন্দু বধূকে হিন্দু রীতি অনুযায়ী আচার পালন করছেন। এত কিছু বাক্যালাপও তুলে ধরা হয়। সেই সম্প্রীতির ভিডিয়ো নিয়ে আপত্তি তোলে এক শ্রেণির সাম্প্রদায়িক গোষ্ঠী। তারা লাভ জিহাদের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে হ্যাশট্যাগ খুলে ‘তানিস্ক’ বয়কটের ডাক দেয়্ তারপর ‘তানিস্ক’ তাদের সেই বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয়।
শুধু তাই নয়, তানিস্ক-এর মুখপাত্র এক বিবৃতিতে ওই বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়ে জানান এই স্বল্প দৈর্ঘ্যের চিত্রটির জন্য মনে আঘাত লাগার জন্য তাদের কর্মী, পার্টনার, স্টোর স্টাফরা দুঃখিত। এ্ও জানানো হয়, একাত্মাম প্রচারের পিছনে সামাজিক সম্প্রীতির ধারণাকেই গুরুত্ব দেওয়া হয়েছিল।
এই বয়কটের বিরোধিতা করে ও তানিস্ক-এর বিজ্ঞাপনের সপক্ষে সরব হয়েছেন শশী থারুর, অভিষেক মনু সিংভি, ইউ টিউবার ধ্রুব রাঠে প্রমুখ। তবে, রতন টাটা পরিচালনাধীন ‘তানিস্ক’ এই বিজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়ায় অবশ্য চরম সমালোচনা হয়েছে।
So Hindutva bigots have called for a boycott of @TanishqJewelry for highlighting Hindu-Muslim unity through this beautiful ad. If Hindu-Muslim “ekatvam” irks them so much, why don’t they boycott the longest surviving symbol of Hindu-Muslim unity in the world -- India? pic.twitter.com/cV0LpWzjda
— Shashi Tharoor (@ShashiTharoor) October 13, 2020
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct