আপনজন ডেস্ক: পর্তুগাল দলের অধিনায়ক ও বিশিষ্ট তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এই খবর জানিয়েছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশননের বিবৃতি উল্লেখ করে মার্কি সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সুইডেনের বিপক্ষে পর্তুগালে গুরুত্বপূর্ণ ম্যাচের একদিন আগেই এটি একটি বড় ধরনের দুঃসংবাদ। করোনা পজিটিভ হওয়ায় আগামী ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে রোনাল্ডোকে।
যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, জুভেন্টাস উইঙ্গার এখন ভালো আছেন। তার শারীরিক কোনো অসুবিধা এবং কোনো উপসর্গও নেই। তাই অযথা আশঙ্কার কিছু নেই।
তবে, রোনাল্ডোর করোনা পজিটিভ হওয়ায় নতুন করে ভাবাচ্ছে দলকে। তাই কোনও ধরনের জুঁকি না নিয়ে পর্তুগাল দলের বাকি সদস্যদেরও নতুন করে পরীক্ষা করানো হয়েছে। তবে সেই পরীক্ষায় নতুন আর কারো দেহে করোনা শনাক্ত হয়নি।
করোনা আক্রান্ত হওয়ায় আগামী বুধবার রাতে উয়েফা নেশনস লিগে সুইডেনের বিপক্ষে নামা হচ্ছে না রোনাল্ডোরর। তার আগেই তাকে সেলফ-আইসোলেশনে চলে যেতে হল।
#BREAKING Portugal football player Cristiano #Ronaldo tested positive for coronavirus, reported local media citing the Portuguese Football Federation. pic.twitter.com/drzUymeQtN
— CGTN (@CGTNOfficial) October 13, 2020
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct