আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের কারণে সৌদি আরবে মুসলিমদের ধর্মীয় পর্ব হজ এবছর বন্ধ ছিল বিদেশিদের জন্য। হাজার দেড়েক সৌদি নাগরিককে করোনা বিধি মেনে হজের অনুমতি দেওয়া হয়েছিল। সেইমতো সংক্ষিপ্ত আকারে এ বছর হজ সমাপ্ত হয়। হজ যেহেতু বছরের নির্দিষ্ট দিনে হয়, তাই সৌদি সরকার পরের বছরের কথা ভেবে উমরাহ নিয়ে ভাবতে থাকে।
সারা বছর ধরে চলে মুসলিমদের আর এক ধর্মীয় পর্ব উমরাহ। করোনা মহামারির মধ্যে প্রথম দফায় উমরাহ পালন হয়ে যাওয়ার পর আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে উমরাহের দ্বিতীয় দফা। এই দ্বিতীয় দফায়ও বিদেশিদের উমরাহ করার সুযোগ মিলছে না। সৌদি আরবে বাস করা আড়াই লাখ ধর্মপ্রাণ মানুষউমরাহ পালন করতে পারবেন। মঙ্গলবার সৌদি জাতীয় হজ ও ওমরাহ কমিটির সদস্য হানি আল-ওমারি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৮ অক্টোবর থেকে এসব নিয়মের বাস্তবায়ন করা হবে। করোনা ভাইরাসের মহামারির কারণে এতোদিন সীমিত আকারে উমরাহ পালন করা হচ্ছিল। তবে সৌদি সরকারের সিদ্ধান্তে এবার বেশি সংখ্যক মানুষ উমরাহ পালন করতে সক্ষম হবে। সমস্ত স্বাস্থ্য সচেতনতা বিবেচনা করেই নতুন নীতিমালা হাতে নিয়েছে সরকার। নিয়ম বাস্তবায়ন হলে আড়াই লাখ মানুষ উমরাহ পালন করতে পারবে। পাশাপাশি আমরা ৬ লাখ মানুষকে কাবা শরিফে নামাজ আদায়ের অনুমতি দিয়েছি।
আল-ওমারি বলেন, নতুন নীতিমালা অনুসারে উমরাহ পালনকারীরা হযরত মুহাম্মদ সা.-এর রওজা মোবারকে যাওয়ার সুযোগও পাচ্ছেন। যা এতোদিন সাধারণ নাগরিকদের জন্য বন্ধ ছিল।
আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, যাদের উমরাহ পালনের ইচ্ছা আছে তাদের এতমারনা অ্যাপলিকেশনের মাধ্যমে নিবন্ধন করে অনুমতি নিতে হবে। আপাতত সৌদি আরবে বসবাসরত মানুষদের এই সুযোগ দেয়া হয়েছে। জানা গেছে, নভেম্বরের ১ তারিখ হতে অন্যান্য রাষ্ট্রের মুসলিমদেরউমরাহ পালনের অনুমতি দেওয়া হতে পারে।
করোনাভাইরাসের মহামারির কারণে বর্তমানে দৈনিক ৬ হাজার মানুষকে উমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি প্রশাসন। উমরাহ পালনকারীদের ছোট ছোট দলে বিভিক্ত করে ৩ ঘন্টা সময় দেয়া হয়। এর মধ্যেই তাদের সব আনুষ্ঠানিকতা সেরে ফেলতে হয় তাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct