আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের কারণে সমস্ত সরকারি অফিসে এখন জোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যোগী রাজ্য উত্তরপ্রদেশেও সতর্কতায় কোনও খামতি নেই। তেমনি সেখানকার আদালতগুলিও সচেতনভাবেই এগিয়ে চলেছে।
সরকারি অফিসে উপস্থিতির কম হলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি সে রাজ্যে করোনা সংক্রমণ এখন তাদের আয়ত্তের মধ্যে। সরকারি আমলাদের উপর ভর করে চললেও কিছুদিন আগে যোগী আদিত্যনাথ বেশ কয়েকজন উচ্চপদস্থ আমলাকে বদলি করেছেন। তাই আধিকারিকরাও তাদের নির্দিষ্ট দায়িত্ব কোনওভাবেই হালকা হিসেবে নিতে চান না।
এরকম এক দায়িত্বশীল উচ্চ পদস্থ আধিকারিক তার তিন সপ্তাহ বয়সি বাচ্চাকে নিয়ে কাজে যোগ দেওয়ায় সাড়া পড়ে গেছে। করোনা সংক্রমণের মধ্যেও উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদিনগর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সৌম্য পাণ্ডে তার নবজাতককে নিয়ে কাজে যোগ দিয়ে দায়িত্বশীলতার বহর চিনিয়েছেন। বাচ্চা কোলে নিয়ে তার অফিসের টেবিলে কাজ করার দৃশ্যের ভিডিয়ো বাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে এসডিএম সৌম্য পাণ্ডে তিন সপ্তাহের বাচ্চা কোলে নিয়ে ফাইলে সই করছেন। করোনা উপেক্ষা করে সরকারি কাজে এভাবে নিয়োজিত হওয়ায় স্বভাবতই নেটিজানরা তার প্রশংসায় পঞ্চমুখ।
मोदी नगर की एसडीएम सौम्या पांडे ने 3 हफ्ते पहले प्यारी बेटी को जन्म दिया। सौम्या 3 हफ़्ते बाद ही अपने ड्यूटी पर लौट आई है। सौम्या का कहना है कि माँ औऱ ड्यूटी दोनों का फ़र्ज़ एक साथ अदा करने में उन्हें कोई दिक़्क़त नहीं। ऐसा महिलाएं हमेशा करती रही है। @dm_ghaziabad pic.twitter.com/GXd7OpNlWH
— shuaib raza شعیب رضا (@razashoaib87) October 12, 2020
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct