আপনজন ডেস্ক: মাত্র ১০ পয়সায় মিলবে এক প্লেট বিরিয়ানি। সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়তেই তামিলনাড়ুর তিরুচি শহরের বিখ্যাত কে এম এস হাকিম বিরিয়ানি রেস্তোরাঁয় জড়ো হন মানুষ। করোনা ভয়কে তুড়ি মেরে দূরত্ব না মেনেই সৃষ্টি হয় দীর্ঘ লাইন। আর বিরিয়ানি কিনতে সবাই নিয়ে আসেন অচল ১০ পয়সা। ১১ অক্টোবর বিশ্ব বিরিয়ানি দিবস উপলক্ষেই এমন বাম্পার সুযোগ চলে আসে। শুধু একদিনের জন্যই এ সুযোগ দেওয়া হয়। শহরের বিখ্যাত কে এম এস হাকিম বিরিয়ানির রেস্তোরাঁতে সকাল ৯ টা থেকেই মানুষের লাইন পড়ে যায়। সেই লাইনে ছিলেন সব বয়সের পুরুষ, মহিলা। কিন্তু ঘোষণা মতো পেয়েছেন প্রথম ১০০ জন। ঘোষণা অনুযায়ী, বহুদিন আগে বাতিল হয়ে যাওয়া ১০ পয়সায় কিনতে হবে এক প্লেট বিরিয়ানি। বাতিল হয়ে যাওয়া ১০ পয়সা জোগাড় করাও তো সহজ নয়। অনেক ক্রেতাই খুঁজে তবেই পেয়েছেন অচল ১০ পয়সা। রেস্তোরাঁর মালিক কে এম এস মাইদিন সস্তায় বিরিয়ানি বিক্রি নিয়ে বলেন, ' বিশ্ব বিরিয়ানি দিবসে কোভিড যোদ্ধাদের সম্মান জানানোই আমাদের লক্ষ্য ছিল। সেই কারণে আগে থেকে টোকেন দেয়া ১১০ জন কোভিড যোদ্ধাকে মাত্র ১ টাকার বিনিময়ে বিরিয়ানি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে চিন্তা করি, বাকিদেরও একটা সুযোগ দেওয়া হোক। ঠিক হয়, এখনো যাদের কাছে বাতিল হওয়া ১০ পয়সা রয়েছে তাদেরই এ সুযোগ দেওয়া হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct