আপনজন ডেস্ক: ব্যর্থ হয়ে গেল নির্ভয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উড়ান। এদিন ওড়িশার বালাসুরের সমুদ্র উপকূল থেকে মাঝ আকাশে ৮০০ কিমি রেঞ্জের নির্ভয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ অভিযান ব্যর্থ হয় বলে জানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
উল্লেখ্য, লাদাখ সংঘর্ষের পর থেকেই পূর্ব লাদাখ সীমান্তের নজরদারির উপর অতিরিক্ত নজর দিয়েছে ভারত। চিন সেনা সমাগম বৃদ্ধি ও সামরিক সজ্জা বৃদ্ধির জেরেও অত্যাধুনিক দ্রুতগতির নজরদারি ব্যবস্থা ও নয়া প্রযুক্তির সমরাস্ত্র সমাগমেও জোর দিয়েছে ভারত।
গত ৩৫ দিনে এই নিয়ে দশম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তবে সফল হয়নি নির্ভয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ অভিযান।
উল্লেখ্য, এর আগে সীমিত সংখ্যক নির্ভয় ক্ষেপণাস্ত্র সীমান্তের সেনা ঘাঁটিতে পাঠানো হয়েছে।উৎক্ষেপণ প্রকল্পের সঙ্গে জড়িত এক আধিকারিক ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘সকাল ১০.৩০ ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ছাড়া হয় নির্ভয় ক্ষেপণাস্ত্র। কিন্তু মাঝপথে সমস্যা দেখা দেওয়ায় ৮ মিনিট পরেই উড়ান বাতিল করা হয়েছে। তবে কয়েক মাসের মধ্যেই আর একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা রয়েছে, যার পরে নির্ভয়কে সীমান্তে বহাল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সম্ভারের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করা হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct