আপনজন ডেস্ক: দিন কয়েক আগে থেকেই ২০২০ সালের নোবেল পুরস্কার ঘোষণা চলে আসছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয়ে নোবেল ঘোষণা হয়েছে। এবার অর্থনীতিতে নোবেল ঘোষণা করল সুইডেনের নোবেল কমিটি। এ বছর চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন দুইজন। তারা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পল আর মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আজ সোমবার নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য এদের দুজনকে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণা করে।আজ ছির এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার শেষ দিন।
উল্লেখ্য, ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন বাঙালি সন্তান অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রীএস্তার দুফলো এবং মাইকেল ক্রেমার।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ বছর অর্থনীতিতে দুই মার্কিনীকে নোবেল দেওয়ার দেওয়া ছাড়াও গত কয়েকদিনে আরও যেসব বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় সেগুলি হল, চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, সাহিত্য, শান্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct