আপনজন ডেস্ক: উত্তরবঙ্গে বিজেপি স্রোত ঠেকাতে জোর তৎপরতা নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস্। বিশেষ করে মালদায় লোকসভা আসন হাতছাড়া হওয়ায় বুথভিত্তিক সংগঠনের দিকে এগোচ্ছে জেলা কংগ্রেস। তাই রোববার সন্ধ্যায় মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় অচিনতলা হাই মাদ্রাসায়।
ওই কর্মী সম্মেরনে রাজ্য সরকারের যেসব জনকল্যাণমূলক কাজ তার খতিয়ান তুলে ধরা হয়। সেই সঙ্গে করোনা আবহের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে কীবাবে মানুষে পাশে থাকতে হবে তা নিয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয় উপস্থিত কর্মীদের।
স্থানীয় বিধায়ক যিনি কংগ্রেস থেকে জিতে পরে তৃণমূলে যোগ সেই সাবিনা ইয়াসমিন ছিলেন এই কর্মী সম্মেলনের মূল উদ্যোক্তা। এদিনের সম্মেলনে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি, মানব ব্যানার্জি, দুলাল সরকার, প্রসেনজিত সুধীর দাস, জাকির হোসেন, সুমালা আগরওয়ালা, শুভময় বসু, কাউন্সিলর নরেন্দ্র নাথ তিওয়ারি প্রমুখ।তবে এদিন তৃণমূলের সংখ্যালঘু সেলের অধিকাংশ নেতা-কর্মী হাজির ছিলেন না বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct