আপনজন ডেস্ক: আফগানিস্তান সরকার সেদেশে শান্তি ফেরাতে ভারতের সহযোগিতা চেযেচে। তার আগে আফগানিস্তানে ঘটল এক ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণের প্রাবল্যে আফগান ন্যাশনাল আর্মির ১০ সেনা সদস্যসহ ১৩ জন নিহত হয়েছে। জানা গেছে, রাস্তার পাশে পুঁতে রাখা মাইন ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
উল্লেখ্য, আফগানিস্তানের শের-ই-পাল প্রদেশে সেনাছাউনিতে রোববার ওই হামলার ঘটনা ঘটে। যদিও এখন পর্যন্ত তালিবান বা অন্য কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এ ব্যাপারে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, দেশটির বাঘলানে আরও একটি স্থলমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
এছাড়া, গত বুধবার লাঘমানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের। লাঘমানের প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের কনভয় লক্ষ্য করে এদিন বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রাদেশিক গভর্নর। ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন ৩০ জনেরও বেশি মানুষ। প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের সামান্য আঘাত লাগলেও তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct