আপনজন ডেস্ক: রোহিঙ্গাদের উপর অত্যাচারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ মায়ানমারের নেত্রী অং সান সু কি-র থেকে নানা সম্মান কেড়ে নিলেও ফের মায়ানমারের ক্ষমতায় আসতে চলেছেন তিনি। আগামী ৮ নভেম্বর মায়ানমারে ভোট। সেই ভোটের আগাম সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই তথ্য তুলে ধরেছে সেকানকার মিডিয়া। যদিও, মায়ানমারের সংবাদমাধ্যমগুলি বলছে, মায়ানমারে আসন্ন সাধারণ নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আসন সংখ্যা কমতে পারে। কিন্তু তারাই শেষ হাসিটি হাসবে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসবে।
উল্লেখ্য, মায়ানমারের পাঁচ কোটি ৫০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা তিন কোটি ৮০ লাখ। মায়ানমারের জনপ্রিয় সংবাদমাধ্যম ইরাবতি সেদেশের ভোট বিশ্লেষণ রিপোর্টেবলেছে,জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা রয়েছে শাসক দল সু কি-র নেতৃত্বাধীন এনএলডির। তবুও শান্তিতে নোবেল জয়ী নেত্রী সু কি-র এনএলডি কমপক্ষে ৭০ শতাংশ ভোট পেতে পারে। আর গণতন্ত্রপন্থী এথনিক দলগুলো ১২ শতাংশ এবং সেনা সমর্থিত প্রক্সি দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ১০ শতাংশ ভোট পেতে পারে। আর মায়ানমারে সেনাবাহিনীর জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষিত আছে।
উল্লেখ্য, মায়ানমারে গত প্রায় ৫০ বছর ধরে চলে সামরিক শাসন। ১৯৬২ সালে জেনারেল নি উইন ক্ষমতা গ্রহণ করেন। তারপর ১৯৯০ সালে এবং ২০১৫ সালে সু কি-র এনএলডি নিরঙ্কুশ জয়লাভ করে। যদিও ২০১০ সালের নির্বাচনে ব্যাপক ভোটচুরির অভিযোগ ওঠে। আর অভিযোগ ওঠে সেদেশে থাকা রোহিঙ্গাদের উপর সু কি সরকারের মদতে ব্যাক অত্যাচারের। এ নিয়ে রাষ্ট্রসংঘের আদালতে সু কি-র বিরুদ্ধে মামলাও হয়। রোহিঙ্গা অত্যাচারের জন্য বিশ্বে সু কি-র শান্তিতে নোবেল পাওয়ার সুনাম কালিমালিপ্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct