আপনজন ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান রয়েছে আমেরিকার হার্ভার্ডবিশ্ববিদ্যালয়ের।এই বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যাপনা করেন প্রাক্তন সাংসদ তথা নেতাজির ভ্রাতুষ্পুত্র সুগত বসু। এবার হার্ভার্ডের সম্মানীয় পদে এলেন এক ভারতীয় বংশোদ্ভূত।হার্ভার্ডের বিজনেস স্কুলের পরবর্তী ডিন হিসেবে এবার নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীকান্ত দাতার। এর আগেও এই পদে ছিলেন আরও একজন কৃতী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি নীতীন নোহরিয়া।
বর্তমানে শ্রীকান্ত দাতার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আর্থার লোওয়েস ডিকিনসন অধ্যাপক এবং হার্ভার্ড বিজনেস স্কুলের ইউনিভার্সিটি আফেয়ার্স-এর সিনিয়র অ্যাসোসিয়েট ডিন। হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন পদের দায়িত্ব তিনি নেবেন ২০২১ সালের ১ জানুয়ারি থেকে। হার্ভার্ড বিজনেস স্কুলের সভাপতি ল্যারি ব্যাকাউ তার নিয়োগের কথা ঘোষণা করার সময় বলেন, ‘শ্রীকান্ত দাতার একজন ইনোভেটিভ এডুকেটর, প্রখ্যাত স্কলার এবং গভীর অভিজ্ঞতাপূর্ণ অ্যাকাডেমিক লিডার। বিজনেস শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে তার ভাবনাচিন্তা সুদূরপ্রসারী। সম্প্রতি কোভিড-১৯ প্যানডেমিকের বিরুদ্ধে হার্ভার্ড বিজনেস স্কুলের ক্রিয়েটিভ রেসপন্সের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি।’
১১২ বছরের ইতিহাসে শ্রীকান্ত দাতার হতে চলেছেন হার্ভার্ড বিজনেস স্কুলের ১১তম ডিন। প্রতিষ্ঠানের ইতিহাসে এই প্রথমবার পর পর দু’জন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক ডিন হচ্ছেন। ১৯৭৩ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে ডিসটিংশন নিয়ে স্নাতক ডিগ্রি পান দাতার। পেশায় চার্টার্ড অ্যাকাউট্যান্ট দাতার বিজনেস ম্যানেজমেন্ট পড়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে। এছাড়াও স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে স্ট্যাটিসটিক্স, ১৯৮৪ সালে অর্থনীতি এবং ১৯৮৫ সালে বিজনেসে পিএইচডি করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct