আপনজন ডেস্ক: সময়টা ২০১৬, তৎকালীন সময়ে সাড়া ফেলে দিয়েছিল ওড়িশার হতভাগ্য এক স্বামীর মর্মান্তিক কষ্ট। নিজের স্ত্রীকে হারানোর পরেও মৃত স্ত্রীকে নিজের গ্রামে নিয়ে যেতে হাসপাতালের তরফে পাননি কোনো অ্যাম্বুলেন্স। অগত্যা নিজের স্ত্রীর মৃত দেহ কাঁধে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পিছনে হাঁটতে থাকে ক্রন্দনরত কিশোরী কন্যা। ভাইরাল হয় ভিডিও। মাত্র চার বছরের হেরফের তাতেই যেন ফিরে এল সেই দানা মাঝির ঘটনা।
দানা মাঝিকে স্মরণ করিয়ে দেওয়া ঘটনাটি ঘটেছে সেই ওড়িশাতেই। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করার সঙ্গতি ছিল না কবির ভৈ নামে বছর ৭০-এর এক বৃদ্ধের। এমনকী অর্থ সম্বল ছিল না অটো রিকশা ভাড়া করে অসুস্থ স্ত্রীকে নিয়ে ৯০ কিলোমিটার দূরে কটকের শ্রীরমা চন্দ্র হাসপাতালে ভর্তি করানোরমতো। তাই বাধ্য হয়ে এই দীর্ঘ্পথ নিজেই ভাড়া করা ভ্যান রিকশা চালিয়ে অবশেষে স্ত্রীকে ভর্তি করেন বৃদ্ধ কবির ভৈ।
সূত্রে জানা গিয়েছে, প্রথমে পুরী সদর হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধার স্ত্রী সুকান্তি দেবী। এরপর অবস্থার অবনতি ঘটতেই সদর হাসপাতালের তরফে কটকের শ্রীরমা চন্দ্র হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়।
কিন্তু কটকে নিয়ে যাওয়ার মতোন আর্থিক অবস্থা না থাকতে বাড়িতেই ফিরিয়ে আনা হয় স্ত্রীকে। শারীরিক অবস্থা আরও খারাপ হতেই দিনে ৫০টাকা করে দেওয়ার ভিত্তিতে একটি ভ্যান রিকশা ভাড়া নেন তিনি। এরপর নিজেই প্যাটেল করে ৯০ কিলোমিটারের উদ্দেশ্যে রওনা দেন। এমনকি অনেক কাকুতি মিনতি করেও হাসপাতালের তরফে অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য কোনও সাহায্য মেলেনি।
তবে বর্তমানে কিছু সমাজকর্মী এবং কিছু সাংবাদিকদের সহায়তায় ওই বৃদ্ধ তাঁর স্ত্রীকে কটকের হাসপাতালে ভর্তি করতে পেরছেন। এমনকি পুরো ঘটনা শুনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সুকান্তি দেবীর পুরো চিকিৎসা বিনামূল্যে করবেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct