আপনজন ডেস্ক: করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কি রাজ্য কি দেশ সর্বত্র এ নিয়ে নানুষ চিন্তায়।অথচ করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার মানুষকে ভুল বার্তা দিচ্ছে বলে অভিযোগ তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। জলপাইগুড়িতে সিপিএমের জেলা পার্টি অফিসে শনিবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র ও রাজ্যকে নিশানা করেন সূর্যবাবু।
সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্যই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। করোনা সংক্রমণে ভারত এখন বিশ্বের মধ্যে এক নম্বরে অবস্থান করছে বলে তার অভিযোগ। তার মতে, মৃত্যুর দিক দিয়েও প্রথম স্থান দখল করতে আমাদের দেশে প্রতিযোগিতা চলছে। মিশ্র জানান, ইতিমধ্যেই ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ভারত। এখন শুধু আমেরিকাকে টপকানো বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে যেখানে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী তখন পুরোহিতদের ভাতা দিয়ে উৎসাহিত করতেই ব্যস্ত বলে অভিযোগ করেন সূর্যকান্ত মিশ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct