আপনজন ডেস্ক: শিক্ষা সচেতনতা ও সুন্দর সমাজ গড়ার বার্তা দিয়ে কলকাতার তপসিয়ায় এক সংবর্ধনা ও সেলাই মেশিন বিতরণ করা হল। এর মূল স্পন্সর হল স্বেচ্ছাসেবী সংস্থা সাকসাম, সিইএসসি ও এনএসএইচএম। এদের স্পন্সরশিপে শনিবার তপসিয়া স্পোর্টস ফেডারেশনের উদ্যোগ ক্লাব ময়দানে স্থানীয় বিধায়ক ও মন্ত্রী জাভেদ আহমেদ খান, স্থানীয় কাউন্সিলর ফাইয়াজ আহমেদ খানের উপস্থিতিতে ৩০০ ছাত্রকে সম্মান জানানো হয়।
মহিলাদের স্বনির্ভর করে তুলতে ৬৫জনের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বিউটিশিয়ান কোর্স সামগ্রী বিতরণ করা হয় ৬৫ জনকেও। এছাড়া কম্পিউটার কোর্সের জন্য একশো জন ছাত্রকে সার্টিফিকেট প্রদান করা হয়।
তবে সমগ্র অনুষ্ঠানটিতে করোনা বিধি যথাযথভাবে মানা হয়। বজায় রাখা হয় সামাজিক দূরত্ব।
এছাড়া উপস্থিত ছিলেন সিইএসসির আধিকারিক নিপা সাহা শর্মা ও অনির্বাণ রাহা, তপসিয়া স্পোর্টস ফেডারেশনের সম্পাদক আরিফ আলি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ নাসিরউদ্দিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct