আপনজন ডেস্ক: জমে উঠেছে আইপিএল। তার মধ্যে অনেক ব্যতিক্রম ঘটনাও রয়েছে। চার ছক্কার ফোয়ারা ছোটানো আইপিএলে এখনো অনেক বোলার ছক্কার হাতে পারেননি। অথচ টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার উৎসব কিন্তু কয়েকজন বলার সেসব থেকে দূরে।
করোনা আবহের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের ইতোমধ্যে ২২টি ম্যাচ হয়ে গেছে। চার-ছক্কাও হয়েছে দেদার। তবে এমন কিছু বোলার আছেন যারা এখন পর্যন্ত কোনো ছক্কা হজম করেননি! দেখে নিন তারা কারা।
অক্ষর প্যাটেল : দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল ৪ ম্যাচে ৮৪টি বল করেছেন। তাকে একটিও ছক্কা মারতে পারেননি কোনো ব্যাটসম্যান।
মোহাম্মদ নবি : সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১টি ম্যাচে মাঠে নামেন মহম্মদ নবি। ৪ ওভারের পূর্ণ কোটা বল করলেও কোনো ছক্কা হজম করেননি তিনি।
জশ হ্যাজেলউড : অজি পেসার জশ হ্যাজেলউডকে একটি ম্যাচে মাঠে নামায় চেন্নাই সুপার কিংস। চার ওভার বল করেন তিনি। ২৪টি বলের মধ্যে কোনো ব্যাটসম্যান তাকে একবারও গ্যালারিতে ফেলতে পারেননি।
মিচেল মার্শ : দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচে মাঠে নেমেই চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যেতে হয় সানরাইজার্সের অজি অল-রাউন্ডার মিচেল মার্শকে। তিনি মোটে ৪টি বল করেন টুর্নামেন্টে। কোনো ছক্কা হজম করেননি তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct