আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে সরবভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট-২০২০’। করোনা পরিস্থিতির মধ্যে এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও বহু পরীক্ষার্থী দূরে সিট পড়ার কারণে পরীক্ষা দিতে পারেনি। তবুও গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিট-২০২০ পরীক্ষায় অংশ নিয়েছিল ১৫,৯৭,৪৩৩জন।
এরপর নিট পরীক্ষার আয়োজক কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অ্যানসার কি দিয়ে দিয়েছে ওয়েবসাইটে। এমনকী ওএমআর সিটও সংশ্লিষ্ট ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এই ও্এমআর সিট দেখে পরীক্ষার্থী মিলিয়ে নিতে পারেব তাদের দেওয়ার উত্তর এনটিএ-র উত্তরপত্রের সঙ্গে মিলছে কিনা।
এরপর এনটিএ আরও একটি সুযোগ দিয়েছে পরীক্ষার্থীদের। তা হল ওএমআর শিট দেখে কোনও পরীক্ষার্থী উত্তরের চ্যালেঞ্জ জানাতে পারবে তা সঠিক কিনা। তার আবেদনের তারিখ ছিল ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। তবে এর জন্য এক হাজার টাকা ফি দেওয়ার নিয়ম ছিল।
তবে, পরীক্ষার্থীদের ওএমআর শিট ওয়েবসাইটে দিয়ে দেওয়ায় পরীক্ষার্থীদের সুবিধা হয়েছে তাদের দেওয়া উত্তরের সঙ্গে মিলিয়ে দেখার। এইরকম এক ডড়ুয়া মিলিয়ে দেখেছে মোট ৭২০ নম্বরের মধ্যে সব কটিতেই এনটিএ-র দেওয়ার ওএমআর শিটের সঙ্গে তার উত্তর দেওয়া মিলে গেছে। অর্থাৎ ৭২০ নম্বরের মধ্যে তার সম্বাব্য প্রাপ্ত নম্বর ৭২০।
এই পরীক্ষার্থীটির নাম সোয়েব আফতাব। রাজস্থানের কোটার প্রখ্যাত নিট প্রশিক্ষণ কেন্দ্র ‘অ্যালেন’ থেকে প্রশিক্ষণ নেওয়া শোয়েব এনটিএ-র দেওয়া ওএমআর শিট মিলিয়ে দেখে ৭২০ পাওয়ার দাবি করা শুরু হয়েছে গেছে। যদিও এখনও নিট পরীক্ষার ফল বের হয়নি। আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পাওয়ার দাবি সাড়া ফেলে দিয়েছে।
যদিও, সোয়েব আফতাব নিজে তার নিজের দাবির সপক্ষে এগিয়ে আসেনি। তার প্রশিক্ষণ কেন্দ্র ‘অ্যালেন’ তার ছবি দিয়ে তাদের ওয়েবসাইটে ফলাও করে প্রচার করছে যে সোয়েব ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পেতে চলেছে। আর তা হলে এটি হবে নিট পরীক্ষার জগতে রেকর্ড।
‘অ্যালেন’ তাদের ওয়েবসাইট https://www.allen.ac.in/-এ সোয়েব আফতাবের ভিক্ট্রি চিহ্নর ছবি দিয়ে লিখেছে, ‘অ্যালেন’-এর দু বছর ক্লাসরুম কোর্সের ছাত্র সোয়েব। এনটিএ-র দেওয়ার ওএমআর শিট মিলিয়ে দেখার পর ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পাওয়ার যোগ্য হয়ে উঠেছে। ২০২০ নিট পরীক্ষায় এটিই সবচেয়ে বড় সাফল্য বলে দাবি করেছে ‘অ্যালেন’। তবে, যদি এই দাবি সত্য হয় তাহলে নিট পরীক্ষার ইতিহাসে এই প্রথম কোনও মুসলিম প্রার্থী শীর্ষ স্থান অধিকার করতে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct