আপনজন ডেস্ক: চিনের সঙ্গে লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে দেশের প্রতিরক্ষা দফতর তাদের যুদ্ধ সরঞ্জামের বহর ক্রমশ বাড়িয়ে চলেছে।
শুক্রবার অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্ররটির সফল পরীক্ষা হয়েছে বলে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) সূত্র জানিয়েছে।
বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে শত্রুপক্ষের রাডার, ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম এমন নতুন প্রজন্মের অত্যাধুনিক অ্যান্টি-রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
বায়ুসেনার জন্য এটাই প্রথম রাডার বিধ্বংসী আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করল ডিআরডিও।
নতুন এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে রুদ্রম-১। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওড়িশার চাঁদিপুর উপকূলে শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগ সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। এটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য।
ভূপৃষ্ঠের ৫০০ মিটার থেকে ১৫ কিলোমিটার উচ্চতার মধ্যে যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এটি। ২৫০ কিলোমিটার পাল্লার মধ্যে বিকিরণের উৎসগুলো খুঁজে নিয়ে ধ্বংস করতে সক্ষম দেশীয় এই ক্ষেপণাস্ত্র।
এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ট্যুইটারে লিখেছেন, ভারতীয় বিমানবাহিনীর জন্য ডিআরডিওর তৈরি নতুন প্রজন্মের প্রথম রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে বালেশ্বরের ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে’। এই অসাধারণ কৃতিত্বের জন্য ডিআরডিও এবং তার সহযোগী সংস্থাগুলোকে অভিনন্দন জানাচ্ছি।
ফলে এই সক্রিয়তা দেশের বায়ুসেনাদের আরো মনোবল বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct