আপনজন ডেস্ক: সারা বিশ্ব যখন করোনা নিয়ে ব্যতিব্যস্ত তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা দেখানো অব্যাহত রেখেছে। আমেরিকা ফের নতুন করে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের ওপর। এর ফলে ইরানের ১৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আর কোনো বিদেশি লেনদেন করতে পারবে না।
এ ব্যাপারে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন ইরানের বিরুদ্ধে বলেছেন, অবৈধপন্থায় ইরান যাতে ডলার সংগ্রহ করতে না পারে সেজন্যই এ নিষেধাজ্ঞা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এই নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার সঙ্গে ইরানের ব্যাংকগুলোর সরাসরি যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যাবে। ফলে ইরানের জনগণ করোনা সংক্রমণের মধ্যে আরো বেশি ভোগান্তির মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মানবিক বিষয়গুলো ছাড়া অন্যসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু নতুন এ নিষেধাজ্ঞায় ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সামগ্রীসহ কোনো ধরনের পণ্যই ইরান বাইরে থেকে আমদানি করতে পারবে না।
নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, ইরানের ব্যাংকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে করোনা মোকাবিলায় সমস্যা হবে। বিশেষ করে ওষুধ আমদানিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct