আপনজন ডেস্ক: ক্যাফেতে সাধারণত ক্রেতারা তাদের পোষা কুকুর নিয়ে যেতে পারেন না। সেখানে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকে চমকে দিল সৌদি আরব। মহিলাদের গাড়ি চালানো, সিনেমা হল চালুসহ একাধিক সামাজিক পরিবর্তনের পরে এবার সৌদিতে প্রথম কুকুর বান্ধব ক্যাফে খোলা হয়েছে। খোবার শহরে গত জুনে এই কাফে খোলা হয়, যার নাম \'দ্য বার্কিং লট\'। এই ক্যাফের মালিক একজন কুয়েতি। তার নাম দালাল আহমেদ। তিনি জানান, তিনি সৌদি আরবে এর আগে সফরে এসেছিলেন এবং তখন এই কুকুর বান্ধব ক্যাফেটির সন্ধান পান। এ বিষয়ে তিনি বলেন, \'আমি আমার কুকুরকে সঙ্গে নিয়ে সৌদি আরবে বেড়াতে এসেছিলাম। তবে তাকে নিয়ে সৈকতে হাঁটতে দেওয়া হয়নি। আমি খুব দুঃখ পেয়েছিলাম এবং সিদ্ধান্ত নিই যাদের কুকুর আছে তাদের জন্য একটি কফি শপ খোলার মাধ্যমে তাদের সাহায্য করব।\' এই ক্যাফেতে এখন ক্রেতারা তাদের পোষা কুকুর নিয়ে যেতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct