আপনজন ডেস্ক: একের পর এক আরব দেশ বাড়িয়ে চলেছে ইসরাইলের সঙ্গে সখ্য। আছে আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে চুক্তি করেছিল। এবার পা বাড়াল আর এক আরব রাষ্ট্র জর্ডান।
ফিলিস্তিন ভূখণ্ড অবৈধভাবে দখল করে থাকে আরব দেশগুলোর সঙ্গে চির বিবাদ ছিল ইসরাইলের। এমনকি আরব দেশগুলোর কাছে ইসরাইল আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। এবার ক্রমে ক্রমে কাছাকাছি আসছে তারা। ইসরাইলি বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর জর্ডান নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে।
বৃহস্পতিবার ইসরাইল ও জর্ডানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে। এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরাইলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতিস্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে। অর্থাৎ এখন থেকে আর এসব দেশ যেতে হলে ইসরাইলি বিমানকে অনেক পথ ঘুরতে হবে না।
জানা গেছে, উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছে। চুক্তির ফলে ইসরাইলের জ্বালানি খরচ অনেক কমে যাবে ফলে বিমান ভাড়াও অনেক কমানো হবে।
উল্লেখ্য, এর আগে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরাইলের চুক্তি হওয়ায় তুরস্ক সহ বহু মুসলিম দেশ ক্ষুণ্ন হয়। প্রথম থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct