আপনজন ডেস্ক: ঘরহারা এক মানুষকে লাঞ্ছনার হাত থেকে বাঁচিয়ে তাকে একমো পাউন্ড সাহায্য করায় আন্তর্জাতিক মিডিয়ার চোখে হিরো হয়ে উঠলেন লিভারপুলের তারকা ফুটবলার মুহাম্মদ সালাহ। মিশরীয় এই ফুটবলারের এই মানবিক কাজ ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে।
’এ ব্যাপারে ব্রিটিশ দৈনিক সান মুহাম্মদ সালাহকে ‘আরব দুনিয়ার মধ্যে মহান ফুটবলার’ হিসেবে অভিহিত করেছে। সান পত্রিকা ছবি সহ এক রিপোর্টে লিখেছে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গতমাসে লিভারপুলে রেডস আনফিল্ড স্টেডিয়ামের কাছে এক পেট্রোল পাম্পে যখন ডেভিদ ক্র্যাগ নামে এক ব্যক্তি একদল লোকের নিশিানায় পরিণত হচ্ছিলেন তখন এগিয়ে আসেন মুহাম্মদ সালাহ। ওই ব্যক্তির হাতে একশো পাউন্ড বা ১২৯ ডলার তাকে সাহায্য করার জন্য তুলে ;নে। সালাহ জানান, তিনি যখন ডেভিড ক্র্যাগের সঙ্গে একদল ব্যক্তির ঝামেলার মাঝে পড়ে তার সঙ্গে কথা বলেন। তারপর কাছের এটিএম থেকে টাকা তুলে ক্রেগকে দেন।
এই সাহায্য পেয়ে ৫০ বছর বয়সি ডেভিড ক্র্যাগ বলেছেন, তাকে সাহায্য ও উপহার দেওয়ার জন্য সালাহ হচ্ছেন প্রকৃত সামাজিক হিরো। মুহাম্মদ সালাহর সাহায্য করার দৃশ্যর ভিডিও তুলে দরে সান পত্রিকা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠায় মুহাম্মদ সালাহর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct