আপনজন ডেস্ক: তবলিগ জামাত নিয়ে মিডিয়া ঘৃণ্য প্রচার করছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল জমিয়ত-এ উলামায়ে হিন্দ। সেই মামলায় জমিয়তের অভিযোগছিল এক শ্রেণির মিডিয়া তবলিগি জামাতকে কেন্দ্র করে একটি সম্প্রদায়কে ঘৃণ্যভাবে দেখানোর চেষ্টা করেছে। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
তবলিগ জামাতের সেই আবেদনের ভিত্তিতে শুনানি হয় আজ বৃহস্পতিবার। সেই শুনানিতে হলফনামা দিয়ে কেন্দ্র জানায়, তারা তবলিগি সম্পর্কে খারাপ রিপোর্টিং পায়নি। তবলিগ জামাতের আবেদন মিডিয়াকে অবজ্ঞা করা হয় বলে জানান কেন্দ্রের হযে প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, তবলিগি জামাতের হয়ে আবেদনকারীর আর্জি মিডিয়ার বাক স্বাধীনতার বিরুদ্ধে, বাক স্বাধীনতা খর্ব করার প্রয়াস। মিডিয়ার হয়ে সওয়াল করা কেন্দ্রকে অবশ্য চরম সমালোচনা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, এই মামলার সঙ্গে কেন্দ্রের বক্তব্য খাপ খায় না।কারণ বর্তমানে সবচেয়ে বেশি বাক স্বাধীনতা খর্ব হচ্ছে।কেন্দ্র তবলিগি প্রশ্নে মিডিয়ার বাকস্বাধীনতা নিয়ে খর্ব হওয়ার অভিযোগ তুলতে গিয়ে জোর ধাক্কা খায় সুপ্রিম কোর্টের কাছে।
প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি ভি রাম সুব্রাহ্মণ্যমের গঠিত বেঞ্চ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেছে, কেন্দ্র যেভাবে তর্ক জুড়ছে তা এই মামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
কেন্দ্র একজন জুনিয়র অফিসারকে দিয়ে এফিডেভিট করে যে বক্তব্য পেশ করেছে তাতে তবলীগীদের বিরুদ্ধে বাজে রিপোর্টিংয়ের বিবরণ নেই।তাই এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এ ব্যাপারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিগি জামাতের সম্মেলনের পর তাদের দিকে আঙুল ওঠে যে তারাই নাকি দেশে করোন সংক্রমণের জন্য দায়ী। তবলিগি জামাতকে দায়ী করে এক শ্রেণির মিডিয়া এক সম্প্রদায়কে নিশানা করে বলেও অভিযোগ তোলে জমিয়ত। তা্ই মিডিয়ার এই অপপ্রচার বন্ধ করতে ও ঘৃণ্য প্রচারের জন্য সংশ্লিষ্ট মিডিয়ার বিরুদ্দে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে জমিয়তে উলামার হয়ে আবেদন জানিয়েছিলেন ইজাজ মকবুল ও আদিল আহমেদ। তাদের হয়ে সওয়াল করেন, প্রবীণ আইনজীবী দুশান্ত দুবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct