আপনজন ডেস্ক: পপ তারকা হিসেবে বিশ্বে এখন এক পরিচিত নাম রিয়ান্না। সেই পপ তরকা তার এক ফ্যাশন শো-তে গানের সঙ্গে মুসলিমদে পবিত্র ধর্মগ্রন্থ হাদিসের বাণী জুড়ে দেওয়ায় ক্ষোভ দেখা দেয়। তার পরিপ্রেক্ষিতে মুসলিমদের কাছে ক্ষমা চাইলেন রিয়ান্না।
জানা গেছে, বারবাডোজের ৩২ বছর বয়সি এই পপ তারকা রিয়ান্নার‘স্যাভেজ এক্স ফেন্টি’ শীর্ষক ফ্যাশন শো গত শুক্রবার অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। ফ্যাশন শোতে ব্যবহৃত হয় কুকু ক্লোয়ি নামক শিল্পীর ‘ডুম’ শিরোনামের একটি গান। এতে মৃত্যুর পর পরিস্থিতি ও মৃত্যু পরবর্তী বিচারের বিষেয়ে মুসলিমদের ‘কেয়ামত ও হাশরের ময়দানে বিচারকার্য বিষয়ক হাদিস’ ব্যবহার করা হয়। এরপ পর সোশ্যাল মিডিয়া ট্যুইটারে তার সমালোচনায় মুখর হয়ে ওঠে।
শুক্রবার ফ্যাশন শোতে গানের সঙ্গে হাদিস জুড়ে দেওয়ায় ক্ষোভ ও সমালোচনা হওয়ায় গত মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিসে রিয়ান্না জানান, ভুলটি অনিচ্ছাকৃত। তিনি বলেন, ‘অজান্তে ঘটে যাওয়া বিরাট ভুল ধরিয়ে দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ। এমন অসতর্কতার কারণে আপনাদের কাছে ক্ষমা চাই। আমরা বুঝতে পেরেছি, অনেক মুসলিম ভাইবোনের অনুভূতিতে আঘাত লেগেছে। এ কারণে আমি খুবই মর্মাহত।’
শুধু রিয়ান্না নন, ‘ডুম’ গানের লন্ডন ভিত্তিক প্রযোজক কুকু ক্লোয়ি সমালোচিত হওয়ায় ক্ষমা চেয়েছেন টুইটারে। একই সঙ্গে সব প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দোষ স্বীকার করে তিনি বলেন, ‘যথাযথভাবে না জেনে এসব শব্দ ব্যবহারের দায় মাথা পেতে নিচ্ছি।’
তবে বিতর্ক সৃষ্টি করার ক্ষেত্রে রিয়ান্না এই প্রথম এ কাজ করেননি। ২০১৩ সালে আবুধাবিতে আপত্তিকর ছবি তোলার কারণে একটি মসজিদ থেকে চলে যেতে বলা হয়েছিল তাকে। তারপর বিষয়টি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct