আপনজন ডেস্ক: প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য কমাতে টোকিওতে দুই দিনের বৈঠকে বসছেন ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীরা। ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল অবাধ ও স্বাধীন রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে কোয়াড নামে যে সংলাপের সূচনা হয়েছিল, তারই আওতায় এই চার দেশের বিদেশমন্ত্রীরা টোকিওতে দুদিনের বৈঠকে বসছেন। সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রায় চার মাস ধরে চলা বিপজ্জনক উত্তেজনার মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে। চীন তাদের প্রধান বৈরী এই চারটি দেশের মধ্যে শুরু হওয়া এই বৈঠক নিয়ে যে একই সঙ্গে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, তার ইঙ্গিত স্পষ্ট। কোয়াডের এই বৈঠক চলার সময় দুই দিন একই সঙ্গে তিন থেকে চারটি নৌ এবং বিমান মহড়ার ঘোষণা দিয়েছে বেইজিং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct