আপনজন ডেস্ক: আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০ এর ২০ তম ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।
ব্যাট করতে নেমে দলীয় ৪৯ রানের মাথায় ১৫ বলে ২৩ রান করে প্যাভিলিয়ানে ফিরেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিক'ক। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা সূর্যকুমার যাদবের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার একটি ছোটো পার্টনারশিপ গড়ে উঠে। ২ টি চার ও তিন টি ছক্কা হাঁকিয়ে ২৩ বলে ৩৫ রানের মাথায় খেলতে থাকা রোহিত শর্মাকে প্যাভিলিয়নের ফেরান শ্রেয়াস গোপাল। এর পরের বলে ঈশান কিশান এবং অল্প কিছুক্ষণ পরেই ক্রুণাল পান্ডিয়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সেই পরিস্থিতি থেকে দলকে তুলে বড়ো রানের লক্ষ্যর দিকে নিয়ে সূর্যকুমার যাদব ও তার যথাযথ সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া।তাদের দুই জনের মধ্যে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে উঠে। সূর্যকুমার যাদব ৪৭ বলে ৭৯ রানে করে অপরাজিত থাকেন। ১১টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন হার্দিক। ২টি চার ও ১টি ছক্কা হাঁকান হার্দিক।
শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ব্যাট উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থানের হয়ে দুটি উইকেট নেন শ্রেয়াস গোপাল। একটি করে উইকেট নেন জোফরা আর্চার ও কার্তিক ত্যাগি।
এদিন ১৯৫ রানের লক্ষ্য তারা করতে নেমে ব্যাটিং লাইন আপে ধশ নামে রাজস্থানের। বুমরাহ ও ট্রেন্ট বোল্ট দাপটে ধরাশয়ী হয় রাজস্থানের টপ অর্ডার। ১২ রানের মাথায় ৩ উইকেট হারায় রাজস্থান। ওপেনার যশস্বী ০ রানে ফেরান ট্রেন্ট বোল্ট। ৬ রানের মাথায় খেলতে থাকা রাজস্থান অধিনায়ক স্মিথকে ফেরান বুমরাহ। এর পরেই শূন্য রানে সঞ্জু স্যামসন বোল্টের দ্বিতীয় শিকার হন। পাওয়ার প্লেতেই টপ অর্ডারের কোমর ভেঙ্গে যাওয়ায় আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থানের ব্যাটিংরা। তবে রাজস্থানের হয়ে একাই লড়ে যেতে থাকেন বাটলার। ৪৪ বলে ৭০ করে জেমশ প্যাটিশনের শিকার হন বাটলার। ৪ টি চার ও ৫ টি ছক্কা হাঁকান বাটলার।
শেষ পর্যন্ত ১৮.১ বলে ১৩৬ রানে অলআউট হয় রাজস্থান রয়্যালস। ফলে ৫৭ রানের লম্বা ব্যাবধানে ম্যাচেটি নিজেদের নাম করে রোহিত ব্রিগেড। মুম্বাইয়ে হয়ে ২০ রান দিয়ে ৪ টি উইকেট নেয় বুমরাহ। টি-২০ ক্রিকেট কেরিয়ারের এটাই তার সেরা বোলিং ফিগার। এছাড়া বোল্ট ও প্যাটিনসন ২টি করে নেয়। এবং পোলার্ড-চাহার একটি করে উইকেট পেয়েছেন।
৭৯ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে স্থানে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct