আপনজন ডেস্ক: এক সপ্তাহের মধ্যেই পরপর দু'বার গ্রামে সুন্দরবনের বাঘ চলে আসার ঘটনায় ঘুম ছুটেছে গ্রামবাসীদেরIতবে এবার বাঘ বাবাজি সরাসরি ঢুকে পড়েছে গৃহস্থের লাগোয়া গোয়াল ঘরেIশিকারের সন্ধানে চলে আসা বাঘের হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একটি গরুরIবাঘের তর্জন গর্জনে গ্রামবাসীদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রমIখবর পেয়ে ঘটনাস্থলে চলে এসেছে বিশাল পুলিশবাহিনী ও বন কর্মীরাIঅন্যান্য দিনের মতোনই সোমবার সন্ধ্যার পরই সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকা অর্থাৎ কুলতলি ব্লকের মৈপীঠ- বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের বৈকন্ঠপুর ছ'নম্বর গ্রামের বাসিন্দা ভীম নায়েক ও তার পরিবার বাড়িতেই সাংসারিক কাজকর্ম সারছিলIঠাকুরান নদীর শাখা ওরিয়েন নালা নদীর পাড় সংলগ্ন গৃহস্থের লাগোয়া গোয়াল ঘরে আচমকাই গরুর আর্তনাদ শুনতে পায় পরিবারের সবাইIকিছু একটা বিপদ ঘটেছে বুঝেই বাড়ি থেকে বেরিয়ে গোয়ালঘরে যাবার আগেই সেখান থেকে বাঘের গর্জন আসতে থাকেI স্বাভাবিকভাবেই আর তখন বুঝতে দেরি হয়নি যে,বাঘ এবার সরাসরি হানা দিয়েছে গোয়ালঘরেIএরপর বাড়ির লোকজন ঘরের মধ্যে ঢুকে সব দরজা জানালা বন্ধ করেই বাঘ বাঘ বলে চিৎকার শুরু করে দেয়Iসেই আওয়াজ শুনেই এলাকার লোকজন তটস্থ হয়ে পড়েIযারা রাস্তার ছিল তারাও প্রাণ বাঁচাতে দৌঁড়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েIসাথে সাথে গ্রামে সেই বাঘ ঢোকার খবর স্থানীয় মৈপীঠ উপকূল থানাতে জানানো হলে দ্রুত ঘটনাস্থলের বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয়ে যায় ওসি ফারুক রহমানIএদিকে লোকালয়ে বাঘ চলে আসায় তড়িঘড়ি বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলিবিট, নলগোড়া বিট,বনি ক্যাম্প বিট ও মাতলা রেঞ্জের ঝড়খালি বিটের বনকর্মীরা রাতেই সেখানে বোটে করে জাল,ঘুমপাড়ানি বন্ধুক এমনকি লোহার খাঁচা নিয়ে পৌছে যায়Iততক্ষণে বাঘটি গোয়ালঘরে থাকা গরুটিকে মেরে দিয়ে আশ্রয় নেয় গ্রামের ইটের রাস্তায়Iএরপরই স্থানীয় লোকজনকে নিয়ে বাজি পটকা ফাটিয়ে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা শুরু হয়Iকিন্তু ভয় তো দূরের কথা লোকজনের সামনেই রাস্তায় বসে বিশ্রাম নিতে দেখা যায় বাঘটিকেIচোখের সামনে বাঘ বাবাজিকে বসে থাকতে দেখে মোবাইলে সেই দুর্লভ মুহূর্ত ক্যামেরা বন্দী করতে থাকে এলাকার যুবকরাIপরে আলিপুর থেকে ঘটনাস্থলে পৌঁছে যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বনদপ্তরের এডিএফও অনুরাগ চৌধুরীIরাতে বাঘটি আশ্রয় নেয় নদীর চরে থাকা ম্যানগ্রোভের ঝোপেIসেখানে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলার কাজে হাত লাগায় বন কর্মীরাI
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct