আপনজন ডেস্ক: জেলায় জেলায় সংগঠন মজবুত করতে এবার জোর উদ্যোগ নিল জমিয়তে উলামায়ে হিন্দ। সংখ্যালঘুদের মধ্যে অন্যতম বড় ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এ ব্যাপারে এক বিশেষ উদ্যোগ নেয়।
জমিয়তে উলামার ২০টি ব্লককে ৫ ভাগে ভাগ করে ( নন্দীগ্রাম, হলদিয়া, কাঁথি, ভগবানপুর, তমলুক) কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এই কর্মিসভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের পবিত্র সংবিধান রক্ষার্থে ও অশুভ শক্তির মোকাবিলায় জমিয়তের পূর্ব সূরীদের পথ অনুসরণ করা জরুরী। সিদ্ধান্ত নেওয়া হয়, জমিয়তের সাংগঠনিক শক্তি মজবুত করতে হলে এক মাসের মধ্যে প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ির ১৫ বৎসর বয়স থেকে পুরুষ মহিলাদের সদস্যপদ গ্রহণ করানোর। যাতে ২০২০-রর মধ্যে গ্রাম ও ব্লক কমিটি গঠন করে জমিয়তের সংগঠন শক্তিশালী করা প্রয়োজন এবং বর্তমান প্রজন্মকে ঠান্ডা মাথায় অশুভ শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলার আওয়াজ তোলা যায়।
উল্লেখ্য, প্রতিটি কর্মীসভায় জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, মাদ্রাসা শিক্ষক বৃন্দ, মসজিদের ইমাম ও জমিয়তের কর্মীবৃন্দ সহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের উপস্থিতি চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষে (মুফতি) শাহরুল আলম (সভাপতি) (মাওলানা) সৈয়দ আবদুস সামাদ (সম্পাদক) প্রমুখ উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct