আপনজন ডেস্ক: ২০১৭ সালের পর এবারে জাপানে বেকারত্বের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে।আগস্টে জাপানে বেকারত্বের হার ছিল তিন শতাংশ।এদিন সরকারি কর্তৃপক্ষের প্রকাশিত বেকারত্ব সংক্রান্ত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। করোনা যে দেশটির কঠোর শ্রমবাজের মারাত্মক প্রভাব ফেলেছে এই পরিসংখ্যান তারই নমুনা। জাপানের ইন্টারনাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ের তুলনায় আগস্টে দশমিক এক শতাংশের বেশি নিয়ে ২০১৭ সালের মে মাসের পরে এই হার ছিল তিন শতাংশ বা তার বেশি। পৃথক তথ্য একীভূত করে দেশটির শ্রম মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে দেখা যাচ্ছে, আগস্টে প্রতি ১০০ জন চাকরি প্রার্থীর জন্য ১০৪টির পদের সুযোগ সৃষ্টি হয়েছে। যা জুলাইয়ের প্রতি একশো জনে ১০৮ পদের তুলনায় কম। বৈশ্বিক অর্থনীতিতে করোনার প্রকোপ পড়ার আগে থেকেই প্রাকৃতিক দুর্যোগ আর ভোক্তা শুল্ক বৃদ্ধি নিয়ে ধুঁকছিল জাপান। এরপর করোনার প্রকোপ শুরু হলে পরিস্থিতির আরও ঘটতে শুরু করে। এ ছাড়া করোনার প্রকোপ শুরুর পরও দেশটিতে বাধ্যতামূলক কোনো লকডাউন বিধিনিষেধ জারি ছিল না। এর পরিবর্তে সরকার মানুষকে ঘরে থাকার আহ্বান জানায়, তবে এই অনুরোধ বেশিরভাগ মানুষ মেনে চলছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct