পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ১০ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হল সেই দেশের ওপেনার নাসির জামশেদকে।
পিএসএলের ২০১৬-১৭ মরশুমে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত হয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম শাহজাব হাসানকে গত শুক্রবার ৪ বছরের নির্বাসনে পাঠিয়েছিল পিসিবি। ঠিক এক সপ্তাহ পর ১০ বছরের নিষেধাজ্ঞার মুখে জামশেদ।
চলতি বছরের এপ্রিলে নিজের ওপরে আসা সব অভিযোগ অস্বীকার করেছিলেন জামশেদ। ফলে বাধ্য হয়েই পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একটি তিন সদস্যের অ্যান্টি করাপশন ট্রাইবুনাল গঠন করেন। যেখানে ছিলেন প্রাক্তন তিন ক্রিকেট ফজলে মিরান চৌহান, শাহজাব মাকসুদ ও আকিব জাভেদ।
এই ট্রাইবুনালের রায়েই ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন জামশেদ। শাহজাব ও জামশেদ ছাড়াও একই ঘটনায় বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা ভোগ করছেন শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct