আপনজন ডেস্ক :আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।টসে জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত নেয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। মরুর শহরের তুমুল গরমে প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংস বোলার দের বল করার ক্ষেত্রে সুবিধাজনক ফলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান অধিনায়ক।
ব্যাট করতে আরসিবির লঙ্কান পেসার ইসুরু উদানা বলে দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন স্টিভেন স্মিথ।এদিন ৫ বলে ৫ রান করে স্মিথ। এর অল্প কিছু ক্ষন পড়েই ১২ বলে ২২ রান ব্রিটিশ উইকেট কিপার ব্যাটসম্যান বাটলার সাইনির বলে পড়িক্কালের হাত ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এর পড়ে বল হাতে আবার ভেলকি দেখান ইয়ুজবেন্দ্র চাহাল। ফর্মে থাকা সঞ্জু স্যামসন ফেরান তিনি। ৩বলে ৪ রান করেন সঞ্জু স্যামসন। সেখান থেকে রাজস্থানের ইনিংসের হাল ধরেণ রবিন উথাপ্পা আর মহীপাল লমরর। চতুর্থ উইকেটের জন্য তারা ৩৬ বলে ৩৯ রানের প্যার্টনারসিপ গড়ে তোলেন । তবে ২২ বলে ১৭ করে চাহালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন উথাপ্পা। রাজস্থানের হয়ে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমে দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মহীপাল লমরর। ৩৯ বলে ৪৭ রান করেন তিনি । ৩টি ছয় ও ১টি চারের হাঁকান তিনি।
শেষ পর্যন্ত রাজস্থানকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। আরসিবির হয়ে ৩ টি উইকেট নেন চাহাল, দুটি উইকেট নেন উদানা ও একটি উইকেট নেন সানি।
১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু তেই ফিরেন ফিঞ্চ। তবে আবার রান পান আরসিবি ওপেনার দেবদূত পড়িক্কাল। এদিন ৪৫ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি । তিন নম্বরে নেমে এদিন রান পান বিরাট। এদিন ছন্দে দেখা যায় কিং কোহিলি কে।৫৩ বলে ৭২ রানে রানের ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ২ টি ছক্কা হাঁকিয়ে ইনিংসে শেষ পর্যন্ত আপরাজিত থাকেন কোহলি। আইপিএল কেরিয়ারে এটি তার ৩৭ তম হাফ সেঞ্চুরি। অপর পান্তে ১০ বলে ১২ রান করে নট থাকেব এবিডি। ১৯.১ বলে ৮ উইকেট হাতে থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় তুলে নেয় আরসিবি। জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত যুজবেন্দ্র চাহাল। এদিনের ৭২ রান সংগ্রহের পর আইপিএলে বিরাটের নামের পাশে এখন ৫৫০২ রান রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct