আপনজন ডেস্ক :এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। দুটি দলের কাছে অতন্ত গুরুত্বপূর্ণ ছিলো এই ম্যাচ। কারণ এই ম্যাচ টি ছিলো লীগ টেবিলের সপ্তম ও অষ্টম স্থানকারী দের লড়াই । এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।এদিন চোট -আঘাত সারিয়ে চেন্নাইয়ের প্রথম একাদশে যাইগা হয় আম্বাতি রায়ডু ও ডোয়াইন ব্রাভোর।ব্যাট করতে নেমে শুরু তেই হোঁচট খায় হায়দরাবাদ। ইনিংসের চতুর্থ বলে শূন্য রানে জনি বেয়ারস্টো কে ফিরিয়ে হায়দরাবাদ কে প্রথম ঝটকা দেন দীপক চাহার।
এরপর মনিশ পান্ডে কে সঙ্গে নিয়ে হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার দ্বিতীয় উইকেটের জন্যে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ২১ বলে ২৯ রান করে মনিশ পান্ডে শার্দুল ঠাকুরের বলে স্যাম কুরানের হাতে ক্যাচ দিয়ে বসেন। ব্যাট হাতে এদিন জ্বলে উঠতে পারেন নি ডেভিড ওয়ার্নার। চেন্নাইয়ের বোলার দের সামনে শান্ত থাকে হায়দরাবাদ অধিনায়কের ব্যাট, ২৮ বলে ২৯ রানে করে পিযূষ চাওলার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন ওয়ার্নার, তার এই ইনিংসে সামিল ছিলো মাত্র তিন টি বাউন্ডারি। এরপর ৯ রানে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন কেন উইলিয়ামসন।৬৯ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ শিবির।
হায়দরাবাদ কে ম্যাচে ফেরান দুই তরুণ ব্যাটসম্যান প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা। হায়দরাবাদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন এই দুই ব্যাটসম্যান। ২৬ বলে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গর্গ। ২৪ বলে ৩১ রান করেন শর্মা। তাদের দুই জনের মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে উঠে। ইনিংসের ১৮তম দীপক চাহারের বলে আউট হয়ে ২৪ বলে ৩১ করে প্যাভিলিয়নে ফিরেন অভিষেক শর্মা। তবে ইনিংসে শেষ পর্যন্ত নট আউট হাকেন প্রিয়ম গর্গ। শেষপর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসের হয়ে ২ উইকেট নেন দীপক চাহার। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও পীয়ূষ চাওলা।
১৬৫ রানের টার্গেট তাড়া করতে একের পর এক উইকেট হারাতে থাকে চেন্নাই। ব্যাট হাতে লাগাতার ব্যার্থ ওয়াটসন,এদিন এক রান করে রান আউট হন ওয়াটসন। ৮ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন রায়াডু, কেদার যাদব করেন ৩ রান ।২২ রান আউট হয়ে মাঠ ছাড়েন ফাফ দু প্লেসি করেন । এদিন পাঁচ নম্বর ব্যাট করতে নামেন ধোনি। ৩৬ বলে ৪৭ রান করে শেষ পর্যন্ত খেলেন ধোনি তবে দলকে জেতাতে ব্যর্থ হন ধোনি। ধোনির এই ইনিংসে ছিলো চারটি চার ও একটি ছয়। মরুর শহরে তুমুল গরমের চাপে ক্লান্ত হয়ে পড়েন ধোনি।চেন্নাই হয়ে ৩৫ বল খেলে ৫০ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা।তবে তাদের দুই জনের রানের গতি ছিলো মন্থর।৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন স্যাম কুরান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলল সিএসকে। ফলে সাত রানে ম্যাচ টি নিজেদের নামে করেন সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ হয়ে ২টি উইকেট নেন নটরাজন। একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও আব্দুল সামাদ।
২৬ বলে ৫১ রানের দ ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচত হন প্রিয়ম গর্গ। এম্যাচে দুই পয়েন্ট নিয়ে লীগ টেবিলে চতুর্থ স্থানে উঠে আসলো সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচ হারলেও এদিন দুটি রের্কড নিজে নামে করেন ধোনি। এম্যাচ খেলে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। এম্যাচ টি ছিলো তাঁর আইপিএলে কেরিয়ারের ১৯৪ তম ম্যাচ । এছাড়া এদিন ২৪ রান করতেই আইপিএলে ৪৫০০ রানের ক্লাবে ঢুকে পড়েন ধোনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct