আপনজন ডেস্ক: টাকায় ভরপুর ব্যাঙ্কগুলি। অথচ কেউ লোন নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। এই অতিরিক্ত টাকার চাপে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে কোনও কোনও ব্যাঙ্ক। টাকা জমা রাখতে গিয়ে ব্যাঙ্কগুলির খরচও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে তারা ঋণ দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না। বাধ্য হয়ে বিকল্প বিনিয়োগে যেতে হচ্ছে তাদের। আর এই বিকল্প বিনিয়োগে ব্যাঙ্কগুলিকে উৎসাহিত করতে মূলধন সংরক্ষণে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ভেঞ্চার ক্যাপিটাল ও বিকল্প বিনিয়োগ উৎসাহিত করতে ব্যাঙ্কের মূলধন সংরক্ষণে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এতদিন বিকল্প বিনিয়োগে ১০০ টাকা বিনিয়োগ করলে ঝুঁকিভার ১৫০ টাকা ধরে ১০ শতাংশ বা ১৫ টাকা মূলধন সংরক্ষণ করতে হতো। এখন ১০০ টাকা বিনিয়োগ করলে তার ঝুঁকিভার ১০০ টাকা ধরে ১০ শতাংশ বা ১০ টাকা মূলধন রাখতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct