আপনজন ডেস্ক: ১৩ তম আইপিএলের ১৩ তম ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটির গুরুত্ব ছিল দুটি দলের কাছে অপরিসীম। কারণ দুটি দলই নিজেদের আগের ম্যাচ হেরে এই ম্যাচে খেলতে নামে। স্বাভাবিক ভাবে দুই দলই এই ম্যাচ দিয়ে জয়ের ফিরার লক্ষ্য নিয়ে মাঠে নামে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট করতে নেমে ব্যাট হাতে আরো একবার ব্যার্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি’কক। এদিন শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন ডি'কক। ম্যাচ শুরুর প্রথম ওভারেই শেলডন কটরেলে ডি’ককের উইকেট তুলে নিয়ে মুম্বাইকে চাপে ফেলে দেয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবও এদিন ব্যাট হাতে খুব বেশিক্ষণ বাইশ গজে জমে থাকতে পারেননি। ৭ বলে ১০ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
তবে এদিন ব্যাট হাতে ভালো ছন্দে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিত শর্মা এবং ইশান কিশানের মধ্যে ৬২ রানের পার্টনারশিপ গড়ে উঠে। আগের ম্যাচে বড়ো রান পাওয়া ইশান কিশান এদিন ৩২ বল খেলে ২৮ রান করে আউট হন। এম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দলের হয়ে ৪৫ বলে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন রোহিত শর্মা।রোহিতের এই ইনিংসে ৩ টি ছক্কা ও ৮টি চার হাঁকান। এদিন আইপিএলে ৫০০০ রানের ক্লাবে ঢুকে পড়েন রোহিত।
একসময় ১৫ ওভারে মুম্বাইয়ের রান ছিল ১০২, তারপর ঝড় তোলেন কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। এরা দুজনে মিলে পাঞ্জাবে বোলিং দের নিয়ে ছেলেখেলা করে। এক কথায় অনিল কুম্বলের দলের বোলিং দের বিপক্ষে তান্ডব চালায় পোলার্ড ও পান্ডিয়া। ৫ ওভারে স্কোর বোর্ডে ৮৯ রান যুক্ত করেন তারা দুজন মিলে। ২০ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। চারটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি হাঁকান পোলার্ড। অপরপান্তে ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন পান্ডিয়া। তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান পান্ডিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১টি করে উইকেট নেন শেলডন কোটরেল ও মহম্মদ শামী ও গৌতম।
১৯২ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে বুমরাহ তার স্পেলের প্রথম ওভারে ফর্মে থাকা মায়াঙ্ক আগরওয়ালের উইকেট নিয়ে পাঞ্জাবকে প্রথম ঝটকা দেয়। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে করুণ নায়ার রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর অল্প কিছুক্ষণ পড়ে ১৯ বলে ১৭ রানের মাথায় খেলতে থাকা পাঞ্জাব অধিনায়ক কেএল রাহুলকে ফেরান রাহুল চাহার। ফলে চাপে পড়ে যায় পাঞ্জাব। এরপর নিকোলাস পুরান মুম্বাইয়ে শক্ত বোলিং লাইন আপের সামনে কিছু ক্ষন লড়াই করেন। ২৭ বলে ৪৪ রান করেন তিনি। নিকোলাস পুরানের রূপে পাঞ্জাবের চর্তুথ উইকেটের পতন ঘটলে আর ম্যাচের মধ্যে ফিরতে পারেননি পাঞ্জাব। নিকোলাস পুরান আউট হয়ে যাবার পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে কিংস ইলেভন পঞ্জাব। যার ফলে ৪৮ রানের লম্বা ব্যবধানে পাঞ্জাবকে হারিয়ে জয়ী রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন জেমস প্যাটিনসন, জশপ্রীত বুমরাহ এবং রাহুল চাহার। ও একটি করে উইকেট পান কুণাল পান্ডিয়া এবং ট্রেন্ট বোল্ট।
২০ বলে ৪৭ রানের ঝড়ালু ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন কাইরন পোলার্ড। ৪ ম্যাচ খেলে দুটি তে জয় লাভ করে চার পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct