আপনজন ডেস্ক: খেজুরের রস ছাড়াই কেমিক্যাল ও রং দিয়ে গুড় তৈরির অভিযোগে নাটোরের লালপুরে এক কারখানা মালিক একলাখ টাকা জরিমানা ও অপর কারখানা মালিককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ধ্বংস করা হয়েছে ৮ হাজার কেজি ভেজাল গুড়। নাটোর ক্যাম্পের সদস্যরা ভোড় ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার ভুট্টু মিয়া ও কাবিল হোসেনের কারখানায় অভিযান চালায়। এই সময় ভেজাল ৮ হাজার কেজি গুড়, হাইড্রোজ, চুন ও ক্ষতিকর রং জব্দ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct