আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ এড়াতে আমাদের ভরসা ঘন ঘন হাত ধোওয়া ও মাস্ক পরা। বাইরে বেরোলে মাস্ক পরে বেরনো এখন আমাদের জীবনের অঙ্গ। কিন্তু মাস্ক পরতে গিয়ে কোনও ভুল করে ফেলছি না তো আমরা। মাস্ক পরাটা যে কত প্রয়োজনীয় তা এখনও আমরা অনেকেই সঠিক ভাবে বুঝতে পারছি না। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাস্ক কখনও কান থেকে ঝুলছে, কখনও থুতনির কাছে আটকে আছে। আবার কেই হাতে মাস্ক ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরকম করলে করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা আপনার অনেক বেড়ে যাবে। আর আপনি নিজে যদি সংক্রমিত হন, তাহলে আপনার জন্য পরিবারের লোকরাও অসুস্থ হয়ে পড়বে। মাস্ক এমন ভাবে পরুন যাতে আপনার মুখ ও নাক সম্পূর্ণ ভাবে ঢাকা থাকে।মাস্ক পরে যদি শুধু নাক বা মুখের কোনও একটা খোলা থাকে, তাহলে মাস্ক পরার কোনও উপযোগিতা থাকে না। অনেকে একই মাস্ক বারবার ব্যবহার করার জন্য উল্টো করেও পরে থাকেন। এর কিন্তু কোনও অর্থ নেই। যে কোনও মেডিক্যাল মাস্ক বা সার্জিক্যাল মাস্কের ভেতর ও বাইরের দিক আলাদা করে নির্দিষ্ট থাকে। সেই ভাবেই মাস্ক পরা উচিত। মুখের থেকে ঢিলে মাস্ক ব্যবহার করবেন না। মাস্ক ঢিলে হলে তা অ্যাডজাস্ট করার জন্য আপনাকে বারবার মুখে হাত দিতে হবে। আর এর ফলে আপনার হাতের ধুলো ময়লা মাস্কে লেগে যাবে। মাস্ক, প্রতিবার ব্যবহারের ভালো করে স্যানিটাইজ করে নিন আর না হলে সাবান জল দিয়ে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। নোংরা বা ভেজা মাস্ক কখনও ব্যবহার করবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct