আপনজন ডেস্ক: নিজের প্রথম ম্যাচে মুম্বাইয়ে কাছে হেরে গিয়ে আইপিএল ২০২০ ভিযান শুরু করে ছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে দুরন্ত ভবে প্রত্যাবর্তন করে এবারের প্রথম জয় পায় কেকেআর। তৃতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো কেকেআর। এদিন শিবম মাভি, কমলেশ নাগরকোটিদের সামনে ধরাশায়ী হয় রাজস্থানের ব্যাটিং লাইন আপ। প্রসঙ্গত এদিন ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন কেকেআরের মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান।
এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স, আইপিএলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ। নাইট রাইডার্সের হয়ে ওপেন করত নেমে আরো একবার ব্যাট হাতে ব্যার্থ হন সুনিল নারিন, এম্যাচে জয়দেব উনাদকাটের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন নারিন (১৪ বল খেলে ১৫ রান করেন)।
তবে কেকেআর এর অপর ওপেনার শুভমান গিলকে এদিন ভালো ছন্দে দেখা যায়, ৩৪ বলে ৪৭ রান করেন গিল। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার ছক্কা হাঁকান গিল। এছাড়া কেকেআর হয়ে নিতিশ রানা ১৭ বলে করেন ২২ রান। এদিন ক্ষণিকের জন্যে হলেও রাসেল ঝড় দেখা যায়। এম্যাচে তিন টি ছক্কা হাঁকান আন্দ্রে রাসেল। ১৪ বলে করেন ২৪ রান করে আউট হন রাসেল। অধিনায়ক দিনেশ কার্তিক মাত্র ১ রান করে আউট হলেও কেকেআরের হয়ে শেষ পর্যন্ত খেলে যান ইয়ন মরগ্যান। ২৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ইয়ন মরগ্যান। ১০ বলে খেলে ১২ রান করে আউট হন প্যাট কামিন্স। কমলেশ নাগরকোটি ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের হয়ে জোফরা আর্চার নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত, জয়দেব উনাদকট, টম কুরান এবং সৌরভ তেওয়াতিয়া।
১৭৫ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান। ৩ রানের মাথায় খেলতে থাকা রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথকে ফিরিয়ে কেকেআর-এর হয়ে শুরুটা দারুণ করেন অজি পেসার প্যাট কামিন্স। এরপর একে একে আউট হয়ে প্যাভিলিয়লে ফিরে যেতে থাকেন সঞ্জু স্যামসন, জোস বাটলার, রবিন উথাপ্পা, রিয়ান পরাগরা।
এদিন রাজস্থানের ইনিংসে ধস নামান নাইট রাইডার্সের দুই তরুণ পেসার শিবম মাভি, কমলেশ নাগরকোটি। এম্যাচে সঞ্জু স্যামসন ও জোস বাটলালের উইকেট নেন শিবম মাভি ও রবিন উথাপ্পা, রিয়ান পরাগকে প্যাভিলিয়নে ফেরান কমলেশ নাগরকোটি। এর পর আর ম্যাচে ফিরতে পারেননি রাজস্থান। তবে শেষ দিকে লড়াই করেন টম কুরান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন ৫৪ রান করে অপরাজিত থাকেন কুরান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে রাজস্থান রয়্যালস। ফলে ৩৭ রানের দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর। নাইট রাইডার্সের হয়ে ২টি করে উইকেট নেন শিবম মাভি, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী ও একটি করে উইকেট পান প্যাট কামিন্স, সুনিল নারিন, কুলদীপ যাদব এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেকেআর। চার ওভার বল করে ২০ রান দিয়ে দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন শিবম মাভি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct