আপনজন ডেস্ক: নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সম্মুখ সময়ে প্রধান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ট্রাম্প দ্বিতীয় বারের জন্য ফের মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন কিনা তা চ্যালেঞ্জের মুখে। কারণ, বিভিন্ন মার্কিন সমীক্ষা ইঙ্গিত দিয়েছে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হতে যাচ্ছেন। তাই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে জো বাইডেন।
কিন্তু দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী বিতর্ক সভায় একে অপরকে টেক্কা দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি করলেন।আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে বিতর্কে অংশ নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনে। তুমুল বিতর্কের মধ্যে জো বাইডেনের আরবি শব্দ ‘ইনশাআল্লাহ’ উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার রাতে বির্তকের মধ্যে এই ঘটনা টুইটার ব্যবহারকারীদের অনেকেই ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। বিতর্ক অনুষ্ঠানে ডেমোক্রেট প্রার্থী বাইডেন ট্রাম্পকে খোঁচ দিতে ‘ইনশাআল্লাহ’ উচ্চারণ করেছিলেন। বাইডেন তার বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত তার আয়কর রিটার্ন দাখিল করেছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস ওয়ালেস এই রিটার্নের তথ্য প্রকাশের জন্য ট্রাম্পকে নির্দিষ্ট সময়সীমা ঘোষণার জন্য চাপ দেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আপনি এটা দেখতে পাবেন।’ বাইডেন তখন জানতে চান, ‘কখন? ইনশাআল্লাহ?’
Here it is: Joe Biden saying inshallah #Debates2020 pic.twitter.com/wLptvwOe9C — Danny Hajjar داني حجار
আরও পড়ুন:
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct