আপনজন ডেস্ক: খাদ্য সংকটে নিস্তেজ হয়ে পড়েছে অনেক কুকুর। কুকরগুলোর এমন আতঙ্কিত থাকার কারণ হিসেবে প্রাণীপ্রেমীরা দায়ী করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে।কর্তৃপক্ষ বলছে, ঢাকা সিটির ৬০ শতাংশ মানুষ নগরীকে কুকুরমুক্ত দেখতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি কুকুর নিস্তেজ অবস্থায় পড়ে আছে। কখনও ভান করছে মরার আবার কখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে। কিন্তু কাছে গেলেই দিচ্ছে দৌড়। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে মোটে প্রায় ২০টির মতো কুকুর দেখা গিয়েছে।এগুলোর বেশিরভাগ দুর্বল ও নিস্তেজ। আর ধানমন্ডি এলাকার বেশ কয়েকটি গলি ঘুরেও প্রায় ৪০-৪৫টির বেশি কুকুর চোখে পড়েনি। এই কুকুরগুলোর অবস্থাও একইরকম। দেখেই বোঝা যায়, না খেয়ে আছে বহুদিন। শরীরে নেই চলার শক্তি। করোনা প্রাদুর্ভাবের প্রথমদিকে মানুষ ঘরে অবস্থান শুরু করলে তখন থেকে খাদ্য সংকট শুরু হয় বেওয়ারিশ কুকুরদের। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও খাদ্য সংকটে আছে এই কুকুরগুলো। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ধরা পড়ার আতঙ্ক। খাদ্য সংকটের বিষয়টি বুঝতে পেরে এলাকাসহ রাজধানীর বিভিন্ন প্রান্তে পশুপ্রেমীরা করোনা শুরু থেকে নিজ উদ্যোগে এই বেওয়ারিশ কুকুরদের খাবার দিয়ে আসছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct